২৭ দিন ধরে আন্দোলনরত নারীরা পার্কেই আদায় করলেন জুমা নামাজ
https://parstoday.ir/bn/news/india-i77279-২৭_দিন_ধরে_আন্দোলনরত_নারীরা_পার্কেই_আদায়_করলেন_জুমা_নামাজ
ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের সঙ্গম শহরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি’র (এনআরসি) প্রতিবাদে একটানা ২৭ দিন ধরে ধর্না-অবস্থানে থাকা মুসলিম নারীরা প্রয়াগরাজের মনসুর পার্কে জুমা নামাজ আদায় করেছেন। গত ১২ জানুয়ারি থেকে প্রতিবাদী মুসলিম নারীরা ‘সিএএ-এনআরসি’ প্রত্যাহারের দাবিতে প্রয়াগরাজের রোশনবাগের মনসুরপার্কে একনাগাড়ে ধর্না-অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন।  
(last modified 2025-09-26T18:07:30+00:00 )
ফেব্রুয়ারি ০৭, ২০২০ ১৮:০১ Asia/Dhaka
  • মুসলিম নারীদের অবস্থান ধর্মঘট
    মুসলিম নারীদের অবস্থান ধর্মঘট

ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের সঙ্গম শহরে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জি’র (এনআরসি) প্রতিবাদে একটানা ২৭ দিন ধরে ধর্না-অবস্থানে থাকা মুসলিম নারীরা প্রয়াগরাজের মনসুর পার্কে জুমা নামাজ আদায় করেছেন। গত ১২ জানুয়ারি থেকে প্রতিবাদী মুসলিম নারীরা ‘সিএএ-এনআরসি’ প্রত্যাহারের দাবিতে প্রয়াগরাজের রোশনবাগের মনসুরপার্কে একনাগাড়ে ধর্না-অবস্থান আন্দোলন চালিয়ে যাচ্ছেন।  

দিল্লির শাহীনবাগে যেভাবে মুসলিম নারীরা ‘সিএএ-এনআরসি’প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এখানেও সেভাবেই নারীরা আন্দোলনের ময়দানে রয়েছেন।

আজ (শুক্রবার) মনসুর পার্কে প্রচুরসংখ্যক বোরকা পরিহিতা নারী একসঙ্গে জুমা নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশাত্মবোধক তারানা’র মধ্যে প্রতিবাদী নারীরা কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনায় সোচ্চার হন। তাঁরা সাফ জানান, যতদিন ‘সিএএ’এবং ‘এনআরসি’ সম্পূর্ণ প্রত্যাহার না করা হবে ততদিন ধর্না-অবস্থান অব্যাহত রাখা হবে।

প্রয়াগরাজের রোশনবাগের মনসুর পার্কে গত ১২ জানুয়ারি থেকে মুসলিম নারীদের এই ধর্না-অবস্থান ধারাবাহিকভাবে চলছে। বিরোধী দল এবং বিভিন্ন সংগঠন তাদেরকে সমর্থন জানিয়েছে। ধর্না-অবস্থান কর্মসূচিতে শুধুমাত্র মুসলিম নারীরাই শামিল হননি, বাইরে থেকে পুরুষরাও ওই আন্দোলনকে সমর্থন করছেন। অনেক নারী তাঁদের ছোট শিশুদেরও সাথে নিয়ে আসছেন।

ওই কর্মসূচিতে একদিকে যেমন গোটা মনসুর পার্কের চতুর্দিকে জাতীয় পতাকা দিয়ে উড়ছে। তেমনই প্রতিবাদী নারীরা জাতীয় পতাকা হাতে নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়ে সোচ্চার হচ্ছেন।

প্রশাসনের পক্ষ থেকে বেশ কয়েকবার প্রতিবাদ বিক্ষোভ শেষ করে পার্কটি খালি করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু আন্দোলনকারীদের ভিড়ের কারণে এটি সফল হতে পারেনি।

এদিকে, আলীগড়ের দিল্লি গেট থানা এলাকার ঈদগাহের কাছে অনির্দিষ্টকালের ধর্না-অবস্থানে বসা এক হাজার মানুষকে জেলা প্রশাসন নোটিশ দিয়েছে। প্রতিবাদকারীদের বেশিরভাগই হলেন মুসলিম নারী। নিষেধাজ্ঞা লঙ্ঘনের কারণে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে না সে বিষয়ে তাঁদেরকে সাফাই দিতে বলা হয়েছে।

সিটি ম্যাজিস্ট্রেট বিনীত কুমার সিং বলেন, এসকল লোকের কাছ থেকে যদি সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না আসে তাহলে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট বিভিন্ন ধারার অধীনে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।