‘সিএএ’র বিরুদ্ধে প্রতিবাদ: কবি ইমরান প্রতাপগড়িকে কোটি টাকা জরিমানার নোটিশ
-
কবি ইমরান প্রতাপগড়ি
ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশে সংশোধিত নাগরিকত্ব আইন ‘সিএএ’-এর বিরুদ্ধে প্রতিবাদে অংশ নেওয়া কবি ইমরান প্রতাপগড়িকে ১ কোটি টাকা জরিমানার নোটিশ দিল জেলা প্রশাসন। আজ (শনিবার) গণমাধ্যমে ওই তথ্য প্রকাশ্যে এসেছে।
সংশোধিত নাগরিকত্ব আইনের (সিএএ) বিরুদ্ধে সারাদেশের বিভিন্ন এলাকায় প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। উত্তর প্রদেশের মুরাদাবাদে ২৯ জানুয়ারি থেকে ধর্না-অবস্থান চলছে। ওই প্রতিবাদ বিক্ষোভে অংশ নেয়ার জন্য কবি ও কংগ্রেস নেতা ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে মুরাদাবাদ জেলা প্রশাসন নোটিশ জারি করেছে। তাঁর বিরুদ্ধে ১৪৪ ধারা লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে। মুরাদাবাদ জেলা প্রশাসন ইমরান প্রতাপগড়িকে এক কোটি টাকার নোটিশ পাঠিয়েছে। ওই নোটিশে এ পর্যন্ত ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৬৯৩ টাকা খরচের কথা উল্লেখ করে তা তাঁর কাছ থেকে আদায় করা হতে পারে বলা হয়েছে। ইমরান প্রতাপগড়ি উত্তর প্রদেশের মুরাদাবাদে ‘সিএএ’ এবং ‘এনআরসি’র বিরুদ্ধে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন।

জেলা প্রশাসন মুরাদাবাদের ঈদগাহে চলমান বিক্ষোভের জন্য প্রতিদিন ১৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার হিসাবে ইমরান প্রতাপগড়িকে জরিমানার নোটিশ পাঠিয়েছে। মুরাদাবাদ প্রশাসনের প্রেরিত নোটিশে ওই বিক্ষোভকে সামাজিক সম্প্রীতির জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে।
প্রশাসনের মতে, বিক্ষোভ চলাকালীন দৈনিক আইনশৃঙ্খলার জন্য অর্থ ব্যয় হচ্ছে। এখনও অবধি মুরাদাবাদের অতিরিক্ত সিটি ম্যাজিস্ট্রেট ১৪৪ জনকে এ ধরণের নোটিশ জারি করেছেন। এরমধ্যে সর্বোচ্চ পরিমাণ অর্থ ইমরান প্রতাপগড়ির বিরুদ্ধে জারি করা নোটিশে উল্লেখিত হয়েছে। প্রতিবাদে অংশ নেয়া শহরের অন্য লোকদেরকেও জরিমানার নোটিশ পাঠিয়েছে জেলা প্রশাসন।
এদিকে, জেলা প্রশাসনের নোটিশের বিষয়ে ইমরান প্রতাপগড়ি বলেছেন, তিনি আরও সিএএ বিরোধী আন্দোলনে অংশ নেবেন। তিনি বলেন, ‘সরকার আমাদের কণ্ঠকে দমন করতে পারে না। আমি নোটিশের জবাব দেবো। এ নিয়ে আমি হাইকোর্টে যাব। প্রয়োজন হলে সুপ্রিম কোর্টেও যাব।’#
পার্সটুডে/এমএএইচ/এআর/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।