নয়াদিল্লীর ‘এইমস’-এ চিকিৎসক, নার্সসহ করোনা আক্রান্ত ৪৮০, মৃত্যু ৩ স্বাস্থ্যকর্মীর
https://parstoday.ir/bn/news/india-i80431-নয়াদিল্লীর_এইমস’_এ_চিকিৎসক_নার্সসহ_করোনা_আক্রান্ত_৪৮০_মৃত্যু_৩_স্বাস্থ্যকর্মীর
ভারতের রাজধানী নয়াদিল্লীর প্রখ্যাত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (এইমস)-এ চিকিৎসক, নার্সসহ ৪৮০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। এরইমধ্যে স্যানিটাইজেশনের প্রধানসহ ৩ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) এনডিটিভি ওই তথ্য জানিয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
জুন ০৪, ২০২০ ১৭:৫২ Asia/Dhaka
  • নয়াদিল্লীর ‘এইমস’-এ চিকিৎসক, নার্সসহ করোনা আক্রান্ত ৪৮০, মৃত্যু ৩ স্বাস্থ্যকর্মীর

ভারতের রাজধানী নয়াদিল্লীর প্রখ্যাত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স (এইমস)-এ চিকিৎসক, নার্সসহ ৪৮০ জনের বেশি করোনা আক্রান্ত হয়েছেন। এরইমধ্যে স্যানিটাইজেশনের প্রধানসহ ৩ স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) এনডিটিভি ওই তথ্য জানিয়েছে।

এইমসে আক্রান্তদের মধ্যে ১৭ জন আবাসিক চিকিৎসক, ৩৮ জন নার্সিং স্টাফ, ৭৪ জন নিরাপত্তা কর্মী, ৭৫ জন হাসপাতাল অ্যাটেন্ডেন্ট, ৫৪ জন স্যানিটাইজেশন স্টাফ, ১৪ জন ল্যাব টেকনিশিয়ান/ওটি স্টাফ, ১৩ ডিইও এবং অন্য ১৯৬ জন আক্রান্ত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার) সকাল ৯ টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯ হাজার ৩০৪ জন করোনাভাইরাসে  আক্রান্ত হয়েছে। এখনও পর্যন্ত একদিনে এটাই সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড। একইসময়ে ২৬০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশে মোট কোভিড আক্রান্ত রোগীর সংখ্যা ২ লাখ ১৬ হাজার ৯৯১ জনে পৌঁছেছে। এবং মোট ৬ হাজার ৭৫ জনের মৃত্যু হয়েছে। তবে আশার কথা এটাই যে আক্রান্তদের  মধ্যে ১ লাখ ৪ হাজার ১০৭ জন সুস্থ হয়েছে।

এদিকে, চলতি জুন মাসের মাঝামাঝি ভারতে দৈনিক সংক্রমণ ১৫ হাজারে পৌঁছতে পারে বলে চীনের একটি সংস্থা পূর্বাভাস দিয়েছে। বিশ্বের ১৮০টি দেশের করোনা পরিস্থিতির পূর্বাভাস দিতে চীনের লানঝৌউ বিশ্ববিদ্যালয় ‘গ্লোবাল কোভিড-১৯ প্রেডিক্ট সিস্টেম’ তৈরি করেছে। সেখানেই পূর্বাভাস দেওয়া হয়েছিল,  মঙ্গলবার ভারতে ৯ হাজার ২৯১ জন কোভিড আক্রান্ত হবেন। গত বুধবার সকালে দেওয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য ওই সংখ্যার অনেকটাই কাছাকাছি পৌঁছে গিয়েছে। ভারতের আগামী চার দিনের করোনা গ্রাফ‌ও তৈরি করে ফেলেছেন লানঝৌউ বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। বুধবার থেকে চারদিন যথাক্রমে ৯ হাজার ৬৭৬,  ১০ হাজার ৭৮,  ১০ হাজার ৪৯৮ এবং ১০ হাজার ৯৩৬ জন আক্রান্ত হবেন বলেও চীনা বিশেষজ্ঞরা পূর্বাভাস দিয়েছেন।#

পার্সটুডে/এমএএইচ/আবুসাঈদ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।