পশ্চিমবঙ্গে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করলেন মমতা, মাদ্রাসার জন্য বরাদ্দ ৫০ কোটি
https://parstoday.ir/bn/news/india-i86914-পশ্চিমবঙ্গে_অন্তর্বর্তীকালীন_বাজেট_পেশ_করলেন_মমতা_মাদ্রাসার_জন্য_বরাদ্দ_৫০_কোটি
ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শুক্রবার) বিকেলে তিনি বিধানসভায় বাজেট পেশ করেন। বাজেটে রাজ্যের মাদ্রাসাগুলোকে আর্থিক সহায়তার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২১ ১৯:৪৪ Asia/Dhaka
  • মমতা বন্দ্যোপাধ্যায়
    মমতা বন্দ্যোপাধ্যায়

ভারতের পশ্চিমবঙ্গে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ (শুক্রবার) বিকেলে তিনি বিধানসভায় বাজেট পেশ করেন। বাজেটে রাজ্যের মাদ্রাসাগুলোকে আর্থিক সহায়তার জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

মুখ্যমন্ত্রী সমাজের পিছিয়েপড়া অংশের অসহায় শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে হোস্টেলে থেকে পড়াশোনার বন্দোবস্ত করার প্রস্তাব দিয়েছেন। ওই খাতে বরাদ্দ হয়েছে ১০ কোটি টাকা। এ ছাড়া এ বছর থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র-ছাত্রীদের ট্যাব দেওয়া শুরু হয়েছে। সেই প্রকল্প প্রত্যেক বছরই চলবে বলে প্রস্তাব রাখা হয়েছে। এ জন্য বরাদ্দ হয়েছে ৯০০ কোটি টাকা। এসব ছাড়াও জনকল্যাণে বিভিন্ন প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে।

সাধারণত বাজেট পেশ করে থাকেন অর্থমন্ত্রী। কিন্তু আজ বিধানসভায় প্রায় নজিরবিহীনভাবে অর্থমন্ত্রীর পরিবর্তে বাজেট পেশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র শারীরিক অসুস্থ হওয়ার জন্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় এবং গভর্নর জগদীপ ধনখড়ের অনুমতি নিয়ে বাজেট বক্তব্য পেশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ বাজেট বয়কট করেন বাম বিধায়করা। অন্যদিকে, বাজেট পেশকে কেন্দ্র করে তীব্র বাদানুবাদ, বিধানসভায় হই হট্টগোল করেন বিজেপি বিধায়করা। মনোজ টিগ্গার নেতৃত্বে বিক্ষোভ দেখান তারা। স্পিকারের হুঁশিয়ারি সত্ত্বেও হই হট্টগোল করাসহ বাজেটে পেশে বাধা দেন বিজেপি বিধায়করা। অবশেষে বিধানসভা থেকে ওই বিধায়করা ওয়াক আউট করেন।#

পার্সটুডে/এমএএইচ/এআর/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।