'যেকোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইরানের সশস্ত্র বাহিনী'
(last modified Sun, 22 May 2016 11:00:17 GMT )
মে ২২, ২০১৬ ১৭:০০ Asia/Dhaka
  • জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান
    জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান

শত্রুর যেকোনো আগ্রাসনের জবাব দিতে ইরানের সশস্ত্র বাহিনী সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ রেজা পুরদাস্তান। মধ্যাঞ্চলীয় ইস্পাহান প্রদেশে চলমান বিশাল সামরিক মহড়া পরিদর্শন করতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

জেনারেল পুরদাস্তান বলেন, শত্রুরা ইরানের ইসলামি শাসনব্যবস্থার চরম ক্ষতি করতে চায়। কিন্তু আমরা সামরিক শক্তি ও প্রতিরক্ষা সক্ষমতা দিয়ে শত্রুদের সে অপচেষ্টা রুখে দেব।

তিনি বলেন, ইরানি সশস্ত্র বাহিনীর সক্ষমতা দেখে মার্কিন সরকার ইরানে হামলা চালানোর নীতি থেকে সরে গিয়ে উগ্র তাকফিরি সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। পদাতিক বাহিনীর কমান্ডার বলেন, শুধু দেশরক্ষার কাজে নয়, সেই সঙ্গে সিরিয়ায় সামরিক উপদেষ্টার কাজেও তার বাহিনী ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’কে সহযোগিতা করছে। পুরদাস্তান বলেন, “দায়েশ ও তাকফিরি সন্ত্রাসীরা আমাদের অনেক ছোট শত্রু কিন্তু আমাদের প্রধান শত্রু হচ্ছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল।”#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২২

ট্যাগ