হুমকি দেয়ার আগে ইসরাইল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i100538-হুমকি_দেয়ার_আগে_ইসরাইল_যেন_নিজের_সক্ষমতা_বিবেচনা_করে_ইরান
ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকির ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছেন।তিনি বলেছেন, তেহরানকে হুমকি দেয়ার আগে তেল আবিব যেন তার দুর্বল সক্ষমতার কথা বিবেচনা করে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ২৮, ২০২১ ০৬:৩৬ Asia/Dhaka
  • হুমকি দেয়ার আগে ইসরাইল যেন নিজের সক্ষমতা বিবেচনা করে: ইরান

ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি তার দেশের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকির ব্যাপারে ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়েছেন।তিনি বলেছেন, তেহরানকে হুমকি দেয়ার আগে তেল আবিব যেন তার দুর্বল সক্ষমতার কথা বিবেচনা করে।

মোহাম্মাদ ইসলামি শনিবার ইয়েমেনের আল-মাসিরা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর হুমকি দেয়ার আগে ইহুদিবাদী ইসরাইল যেন আয়নায় নিজের দুর্বল চেহারাটা একবার দেখে নেয়।

এর আগে ইহুদিবাদী দৈনিক পত্রিকা টাইমস অব ইসরাইল জানিয়েছিল, ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালানোর জন্য তেল আবিব ৫০০ কোটি শেকেল (দেড়শ’ কোটি ডলার) মূল্যের অত্যাধুনিক সমরাস্ত্র ও সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা করেছে।

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি

ওই খবরের ব্যাপারে কঠোর প্রতিক্রিয়া জানান ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি। তিনি বলেন, এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে তেহরান যে দাঁতভাঙা জবাব দেবে তার বিশাল ক্ষতি পুষিয়ে নেয়ার বাজেটও যেন ইসরাইল প্রস্তুত করে রাখে। তিনি বলেন, দেড়শ’ কোটি ডলার দিয়ে অস্ত্র কেনার আগে ইরানের হামলার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য ইসরাইল যেন আগেভাগে কয়েক হাজার কোটি ডলারের বাজেট বরাদ্দ দিয়ে রাখে।

এছাড়া, ইরানের সেনাপ্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, তার দেশের পরমাণু স্থাপনাগুলো হামলা চালানোর পরিকল্পনা বাস্তবায়ন করলে তা হবে ইসরাইলের শেষ নিঃশ্বাস।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।