ইরানে আগ্রাসন চালালে শত্রুদের স্বার্থ ধুলায় মিশিয়ে দেয়া হবে
(last modified Sun, 02 Jan 2022 01:59:03 GMT )
জানুয়ারি ০২, ২০২২ ০৭:৫৯ Asia/Dhaka
  • মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি
    মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি

ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি বলেছেন, শত্রুরা তার দেশের বিরুদ্ধে যেকোনো ধরনের উস্কানিমূলক তৎপরতা চালালে তাদের স্বার্থ ধুলায় মিশিয়ে দেয়া হবে।তিনি শনিবার ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আব্বাস শহরে ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

জেনারেল সাফাভি বলেন, ইরানের নৌবাহিনীর ৭৫ নৌবহর যাতে তার দায়িত্ব পালন করতে না পারে সেজন্য সাম্রাজ্যবাদী আমেরিকা নানা ধরনের হুমকি ও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। কিন্তু ইরানি নাবিকরা এসব কিছুতে কর্ণপাত না করে এবং কোনো দেশে নোঙর না করে টানা ১৫০ দিন যুদ্ধজাহাজ চালিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান।

ইরানের এই জেনারেল বলেন, তার দেশের নৌবাহিনীর নৌবহরটি আটলান্টিক সাগর ও মানেশ চ্যানেল পাড়ি দেয়। এ ঘটনায় আঞ্চলিক পরাশক্তি হিসেবে ইরানের উত্থান এবং আন্তর্জাতিক অঙ্গনে এদেশের নৌবাহিনীর কৌশলগত ভূমিকা প্রমাণিত হয়।

ইরানের একটি নৌবহর (ফাইল ছবি)

ইরানের যুদ্ধজাহাজ ও নৌবহরগুলো আন্তর্জাতিক পানিসীমায় জলদস্যুদের হাত থেকে বাণিজ্যিক জাহাজগুলোকে রক্ষা করার কাজেও যথেষ্ট সাফল্যের পরিচয় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। ইরানের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়কের উপদেষ্টা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শত্রুদের পক্ষ থেকে যেকোনো ধরনের আগ্রাসী তৎপরতা চালানো হলে মধ্যপ্রাচ্যে অবস্থিত শত্রুদের প্রতিটি স্বার্থে আঘাত হানা হবে এবং এসব লক্ষ্যবস্তুকে মাটির সঙ্গে মিশিয়ে দেয়া হবে।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ