ইউক্রেন সংকটের কথা বলে ইরানকে অসম্পূর্ণ চুক্তির দিকে ঠেলে দেয়া যাবে না
https://parstoday.ir/bn/news/iran-i104628-ইউক্রেন_সংকটের_কথা_বলে_ইরানকে_অসম্পূর্ণ_চুক্তির_দিকে_ঠেলে_দেয়া_যাবে_না
ইউক্রেন সংকটের অজুহাত দেখিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে একটি খারাপ কিংবা অসম্পূর্ণ চুক্তির দিকে ঠেলে দেয়া যাবে না। একথা বলেছেন ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা ও তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মারান্দি। গতকাল (মঙ্গলবার) ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মার্চ ০২, ২০২২ ১৮:১৩ Asia/Dhaka
  • মোহাম্মদ মারান্দি
    মোহাম্মদ মারান্দি

ইউক্রেন সংকটের অজুহাত দেখিয়ে ইসলামী প্রজাতন্ত্র ইরানকে একটি খারাপ কিংবা অসম্পূর্ণ চুক্তির দিকে ঠেলে দেয়া যাবে না। একথা বলেছেন ইরানের পরমাণু আলোচক দলের উপদেষ্টা ও তেহরান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মারান্দি। গতকাল (মঙ্গলবার) ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

মোহাম্মদ বারান্দি বলেন, ইউরোপ এবং আমেরিকার আলোচক দল এখনও শক্ত অবস্থানে রয়েছে এবং তারা পরমাণু আলোচনার সঙ্গে সম্পর্ক নয় এমন বিষয়কে অজুহাত হিসেবে সামনে আনছে

তিনি বলেন, ইউরোপের পক্ষগুলো এখন ইউক্রেন সংকটের কথা বলছে যার সাথে পরমাণু সমঝোতা পুনর্বহাল সংলাপের কোনো সম্পর্ক নেই

মোহাম্মদ মারান্দি পরিষ্কার করে বলেন, ইরানকে তারা একটি খারাপ, অসম্পূর্ণ অথবা সমস্যাগ্রস্ত চুক্তির দিকে ঠেলে দেয়ার চেষ্টা করছে এবং তারা এক্ষেত্রে অজুহাত দেখাচ্ছে যে, তারা অন্য কিছু নিয়ে ব্যস্ত সে কারণে আলোচনা দ্রুত শেষ করা দরকার। ইউরোপীয়দের এই দৃষ্টিভঙ্গি ইরানের কাছে সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য

মোহাম্মাদ মারান্দি বলেন, আলোচনা দ্রুত শেষ করার নামে তাদের ইচ্ছা ইরানের ওপর চাপিয়ে দিতে পারবে না, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না#

পার্সটুডে/এসআইবি/২