ইউক্রেন সংকটে মার্কিন দ্বিচারিতা স্পষ্ট: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i104754-ইউক্রেন_সংকটে_মার্কিন_দ্বিচারিতা_স্পষ্ট_ইরান
তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইউক্রেন সংকটে আমেরিকার দ্বিচারিতা আরও একবার বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে। ঐ সংকটের পেছনেও রয়েছে মার্কিন নীতি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৪, ২০২২ ১৮:৪৭ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি
    মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি

তেহরানের জুমার নামাজের খতিব হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইউক্রেন সংকটে আমেরিকার দ্বিচারিতা আরও একবার বিশ্বের সামনে স্পষ্ট হয়েছে। ঐ সংকটের পেছনেও রয়েছে মার্কিন নীতি।

তিনি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় এ কথা বলেন।

বিশ্বে যুদ্ধের পেছনে প্রতিবছর বিপুল অংকের অর্থ ব্যয় করা হচ্ছে উল্লেখ করে হাজ আলী আকবারি আরও বলেছেন, সবাই ভালোকরেই জানে পশ্চিম এশিয়ায় নানা যুদ্ধ-সংঘাতের মূল হোতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশ্বের সবচেয়ে নিন্দিত এই দেশটিই ইউক্রেন সংকটের জন্যও দায়ী।

ইরানের প্রভাবশালী এই আলেম আরও বলেন, ইরান যুদ্ধের বিরোধী। অন্যান্য দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে ইরান সম্মান করে। এ কারণে ইউক্রেন সংকট সমাধানে মধ্যস্থতা করতে ইরান প্রস্তুতির কথা ঘোষণা করেছে।

আজকের জুমা নামাজের খতিব পবিত্র শাবান মাসের গুরুত্ব তুলে ধরে এ মাসে বেশি বেশি ইবাদ-বন্দেগি করার ওপর গুরুত্বারোপ করেন।

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।