রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের সমাধান করতে হবে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i106268-রাজনৈতিক_উপায়ে_ইউক্রেন_সংকটের_সমাধান_করতে_হবে_ইরান
ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি যেকোনো যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ০৭, ২০২২ ০৬:২৭ Asia/Dhaka
  • ২০২১ সালের ডিসেম্বরে তেহরান সফর করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী
    ২০২১ সালের ডিসেম্বরে তেহরান সফর করেন হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী

ইউক্রেন সংকটের একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি যেকোনো যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের অবস্থানের কথাও পুনর্ব্যক্ত করেছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সন্ধ্যায় তার হাঙ্গেরীয় সমকক্ষ পিটার জিতার্তোর সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান। তিনি ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ এবং মস্কোর ওপর পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে বলেন, যুদ্ধ ও নিষেধাজ্ঞা উভয়ের বিরোধী তার দেশ।

ইউক্রেনে যুদ্ধ শুরু হলে দেশটিতে বসবাসরত প্রবাসী ইরানিদের স্বদেশ প্রত্যাবর্তনে সহযোগিতা করার জন্য হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান আব্দুল্লাহিয়ান।

দুই পররাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়েও কথা বলেন এবং ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়েও মতবিনিময় করেন। বুদাপেস্টের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তেহরানের আগ্রহের কথা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, গত ডিসেম্বর দু’দেশের যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যেসব সিদ্ধান্ত গৃহিত হয়েছে তা দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করতে চায় ইরান।

হাঙ্গেরির একটি অর্থনৈতিক প্রতিনিধিদল নিয়ে গত ডিসেম্বরে ইরান সফর করেন পিটার জিতার্তো। সে সময় দু’দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষরিত হয়।বুধবারের টেলিফোন সংলাপে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে হাঙ্গেরি সফরের আমন্ত্রণ জানান জিতার্তো।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।