পারমাণবিক ক্ষেত্রে নতুন ৯ সাফল্য উন্মোচন করল ইরান; চলছে প্রদর্শনী
https://parstoday.ir/bn/news/iran-i106410-পারমাণবিক_ক্ষেত্রে_নতুন_৯_সাফল্য_উন্মোচন_করল_ইরান_চলছে_প্রদর্শনী
পারমাণবিক ক্ষেত্রে নয়টি নতুন সাফল্য জনসমক্ষে প্রদর্শন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজন্মের সেন্ট্রিফিউজ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১০, ২০২২ ১৬:০৪ Asia/Dhaka
  • পারমাণবিক ক্ষেত্রে নতুন ৯ সাফল্য উন্মোচন করল ইরান; চলছে প্রদর্শনী

পারমাণবিক ক্ষেত্রে নয়টি নতুন সাফল্য জনসমক্ষে প্রদর্শন করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজন্মের সেন্ট্রিফিউজ।

এসব সেন্ট্রিফিউজ ইরানি বিজ্ঞানীরাই তৈরি করেছেন। তেহরানের 'শীর্ষ সম্মেলন' নামক কমপ্লেক্সে এসব প্রদর্শন করা হচ্ছে। গতকাল ছিল ফার্সি প্রথম মাসের ২০ তারিখ। ইরানে ফার্সি ক্যালেন্ডার অনুযায়ী বছরের প্রথম মাসের ২০ তারিখ এখানে জাতীয় পরমাণু প্রযুক্তি দিবস পালিত হয়।

পারমাণবিক ক্ষেত্রে অর্জিত নতুন সাফল্যের প্রদর্শনীটি গতকাল উদ্বোধন করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। এ সময় দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের পাশাপাশি বিদেশি রাষ্ট্রদূতেরাও উপস্থিত ছিলেন।

পারমাণবিক ক্ষেত্রে নতুন সাফল্যের মধ্যে লেজার, নিউক্লিয়ার মেডিসিন ও ছবি তোলার ব্যবস্থাও রয়েছে।

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ খাতে সবচেয়ে বড় সাফল্য হচ্ছে নানা ধরণের সেন্ট্রিফিউজ। এসব উন্নত সেন্ট্রিফিউজ ভালোভাবে কাজ করছে। এগুলো ইরানিরা নিজস্ব পদ্ধতিতে তৈরি করেছেন। এ ধরণের সক্ষমতা কেবল বিশ্বের গুটি কয়েক দেশের রয়েছে।#

পার্সটুডে/এসএ/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।