আটক সম্পদ ছাড়ের কথা নিশ্চিত করলো পররাষ্ট্র মন্ত্রণালয়
https://parstoday.ir/bn/news/iran-i106512-আটক_সম্পদ_ছাড়ের_কথা_নিশ্চিত_করলো_পররাষ্ট্র_মন্ত্রণালয়
বিদেশে আটকে থাকা ইরানের তেল বিক্রির অর্থ ছাড়ের ব্যাপারে গত সপ্তাহে যে সমস্ত রিপোর্ট প্রকাশ হয়েছে তাকে সত্য বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। আটক অর্থ ছাড়ের ফলে বিদেশের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে ইরান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ১২, ২০২২ ১৪:৩৫ Asia/Dhaka
  • ডলার
    ডলার

বিদেশে আটকে থাকা ইরানের তেল বিক্রির অর্থ ছাড়ের ব্যাপারে গত সপ্তাহে যে সমস্ত রিপোর্ট প্রকাশ হয়েছে তাকে সত্য বলে নিশ্চিত করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। আটক অর্থ ছাড়ের ফলে বিদেশের বিভিন্ন ব্যাংকে আটকে থাকা বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহারের সুযোগ পাবে ইরান।

খাতিবজাদে বলেন, বিদেশি ব্যাংকে আটকে থাকা অর্থের গুরুত্বপূর্ণ একটি অংশ অবমুক্ত করার ব্যাপারে সমঝোতা হয়েছে এবং কিভাবে তা বাস্তবায়ন করা যায় তার ফ্রেমওয়ার্ক তৈরির ব্যাপারে মতৈক্য প্রতিষ্ঠিত হয়েছে। তিনি জানান, যে দেশে এই অর্থ আটকে রয়েছে সে দেশের একটি শীর্ষ পর্যায়ের প্রতিনিধিদল আগামী সপ্তাহে তেহরান সফর করবে।

গতকাল দিনের প্রথমভাগে সংবাদ ব্রিফিংয়ের সময় সাংবাদিকরা ইরানের বৈদেশিক মুদ্রার ছাড় করার বিষয়টি খাতিবজাদের কাছে জানতে চান। তিনি সে সময় বলেছিলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই। এর কিছুক্ষণ পর বিবৃতি প্রকাশের মাধ্যমে সাঈদ খাতিবজাদে বৈদেশিক অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করলেন।

সাঈদ খাতিবজাদে

ইরানের গণমাধ্যম এই ইঙ্গিত দিচ্ছে যে, অবমুক্ত করা অর্থের পরিমাণ হতে পারে ৭০০ কোটি ডলার এবং ধারণা করা হচ্ছে সেটি দক্ষিণ কোরিয়া থেকে অবমুক্ত করা হবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার ক্ষমতায় আসার পর ২০১৮ সালে তার দেশকে পরমাণু চুক্তি থেকে বের করে নেন এবং ইরানের ওপর ব্যাপক মাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেন। এরপর দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের কাছে ইরানের তেল বিক্রির বিপুল পরিমাণে অর্থ আটকা পড়ে।#

পার্সটুডে/এসআইবি/‌১২