সাংবাদিক হত্যায় অভ্যস্ত হয়ে পড়েছে ইসরাইল: ইরান সরকার
(last modified Wed, 11 May 2022 13:19:11 GMT )
মে ১১, ২০২২ ১৯:১৯ Asia/Dhaka
  • আলী বাহাদুরি জাহরোমি
    আলী বাহাদুরি জাহরোমি

ইসলামি প্রজাতন্ত্র ইরান সরকারের মুখপাত্র আলী বাহাদুরি জাহরোমি বলেছেন, মানুষ হত্যায় কোনো কিছুর ধার ধারে না ইহুদিবাদী ইসরাইল। তিনি আজ (বুধবার) আল-জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবুআকলে হত্যাকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ মন্তব্য করেন।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের গুলিতে আজ (বুধবার) কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল-জাজিরার একজন সাংবাদিক নিহত হয়েছেন।

শিরিন আবু আকলে

 

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইহুদিবাদী সেনারা জেনিন শরণার্থী শিবিরে আজ হামলা চালায় এবং ওই হামলার খবর সংগ্রহ করার সময় সাংবাদিক শিরিন আবুআকলে-কে ইসরাইলি সেনারা গুলি করে হত্যা করে।

ইহুদিবাদী সেনাদের গুলিতে আল-কুদস পত্রিকার আরেক সাংবাদিক আহত হন। হাসপাতালে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

ইরান সরকারের মুখপাত্র এ বিষয়ে আরও বলেছেন, ফিলিস্তিনি সাংবাদিককে হত্যার মাধ্যমে ইসরাইল গণমাধ্যমের স্বাধীনতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। ইসরাইল প্রমাণ করেছে মানুষ হত্যায় তারা কোনো কিছুর ধার ধারে না। নারী, শিশু ও সাংবাদিকসহ বেসামরিক মানুষ হত্যায় তারা অভ্যস্ত  হয়ে পড়েছে।#  

পার্সটুডে/এসএ/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।