আমেরিকার পক্ষ থেকে রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে: আব্দুল্লাহিয়ান
https://parstoday.ir/bn/news/iran-i107938-আমেরিকার_পক্ষ_থেকে_রাজনৈতিক_সিদ্ধান্ত_আসতে_হবে_আব্দুল্লাহিয়ান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ভিয়েনা সংলাপের মাধ্যমে একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরে তার দেশের দৃঢ়সংল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন।তিনি শনিবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকাস ডেনিয়াসের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ প্রস্তুতি ঘোষণা করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ১৫, ২০২২ ০৭:৫১ Asia/Dhaka
  • নিকাস ডেনিয়াস - হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    নিকাস ডেনিয়াস - হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ভিয়েনা সংলাপের মাধ্যমে একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরে তার দেশের দৃঢ়সংল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন।তিনি শনিবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকাস ডেনিয়াসের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ প্রস্তুতি ঘোষণা করেন।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমরাণু সমঝোতা পুনরুজ্জীবন ও ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অষ্টম দফা আলোচনা ২০২১ সালের ২৭ ডিসেম্বর শুরু হয়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের প্রস্তাবে চলতি বছরের ১১ মার্চ এ সংলাপ সাময়িকভাবে স্থগিত হয়ে যায়।

এরপর ভিয়েনায় আর আনুষ্ঠানিক আলোচনা না হলেও কূটনৈতিক চ্যানেলে এসব দেশের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকে। বিভিন্ন বিষয়ে পাশ্চাত্যের সঙ্গে ইরানের মতপার্থক্য আরো কমে আসারও খবর দেয় কূটনৈতিক সূত্রগুলো।

পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা নিয়ে জোসেপ বোরেলের সঙ্গে আব্দুল্লাহিয়ানের বৈঠক (ফাইল ছবি)

কিন্তু পরমাণু সমঝোতার প্রধান লঙ্ঘনকারী আমেরিকা ইরানের বিশেষ কিছু ব্যক্তি ও সংস্থার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে রাজি না হওয়ায় বিষয়টি নিয়ে এখনও অচলাবস্থা অব্যাহত রয়েছে।  

ডেনিয়াসের সঙ্গে টেলিফোনালাপে ইরান ও গ্রিসের দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি ভিয়েনা সংলাপের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরেন আব্দুল্লাহিয়ান। তিনি বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেছে এবং তাকেই এতে ফিরে আসতে হবে। আমেরিকার পক্ষ থেকে বড় ধরনের রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করলেই কেবল ভিয়েনায় একটি চুক্তি সম্ভব হবে। চুক্তি করার জন্য ইরানের সর্বাত্মক প্রস্তুতি থাকলেও মূল সিদ্ধান্ত এখন আমেরিকাকেই নিতে হবে বলে তিনি উল্লেখ করেন।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।