শহীদ কর্নেল খোদায়ির রক্ত বৃথা যাবে না, জবাব দেব: আইআরজিসি প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i108324-শহীদ_কর্নেল_খোদায়ির_রক্ত_বৃথা_যাবে_না_জবাব_দেব_আইআরজিসি_প্রধান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আইআরজিসি'র শহীদ কর্নেল হাসান সাইয়াদ খোদায়ির রক্ত বৃথা যাবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৪, ২০২২ ১৫:৫৬ Asia/Dhaka
  • সালামি
    সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, আইআরজিসি'র শহীদ কর্নেল হাসান সাইয়াদ খোদায়ির রক্ত বৃথা যাবে না।

তিনি আজ (মঙ্গলবার) তেহরানের ইমাম হোসেইন (আ.) স্কয়ারে ঐ শহীদের জানাযা অনুষ্ঠানের অবকাশে এক সাক্ষাতকারে এ কথা বলেন।

আল-মাসিরা টিভি চ্যানেলকে তিনি আরও বলেন, শত্রুদের যেকোনো পদক্ষেপের জবাব দেওয়া হবে। তাদের কোনো অপরাধই বিনা জবাবে পার পাবে না।

জেনারেল সালামি বলেন, শত্রুরা যা ইচ্ছা তাই করবে তা হতে পারে না। এটা করতে দেওয়া হবে না। শত্রুদের সব ধরণের তৎপরতা নজরদারিতে রাখা হবে।

তিনি বলেন, শত্রুরা কখনোই ইরানকে ছাড়িয়ে যেতে পারবে না এবং ভবিষ্যতে ইরানের শক্তি আরও বাড়বে।

হাসান সাইয়াদ খোদায়ি

 

গত রোববার সন্ধ্যায় আইআরজিসি'র কর্নেল হাসান সাইয়াদ খোদায়ি যখন নিজে গাড়ি চালিয়ে তার বাসভবনে প্রবেশ করছিলেন তখন দুই মোটরসাইকেল আরোহী তাকে গুলি করে পালিয়ে যায়।

ঘাতকের পাঁচটি বুলেটের তিনটি তার মাথায় এবং দু’টি হাতে বিদ্ধ হয় এবং তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।#

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।