জ্বালানি ও ব্যাংকিং খাতে ইরান এবং রাশিয়া গুরুত্বপূর্ণ এমওইউ সই করল
https://parstoday.ir/bn/news/iran-i108402-জ্বালানি_ও_ব্যাংকিং_খাতে_ইরান_এবং_রাশিয়া_গুরুত্বপূর্ণ_এমওইউ_সই_করল
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে। এসব সনমঝোতার আওতায় দুই দেশের মধ্যে জ্বালানি এবং ব্যাংকিং সম্পর্ক আরও বিস্তার লাভ করবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৬, ২০২২ ০৯:২৬ Asia/Dhaka
  • নোভাক (বামে) ও ইরানি তেলমন্ত্রী ওউজি
    নোভাক (বামে) ও ইরানি তেলমন্ত্রী ওউজি

ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং রাশিয়া তিনটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে। এসব সনমঝোতার আওতায় দুই দেশের মধ্যে জ্বালানি এবং ব্যাংকিং সম্পর্ক আরও বিস্তার লাভ করবে।

গতকাল বুধবার ইরানের তেলমন্ত্রী যাওয়াদ ওউজি এই তথ্য জানান। তিনি বলেন,  তেহরান সফররত রাশিয়ায় উপ-প্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাকের সঙ্গে বৈঠকের সময় এই সব সমঝোতা স্মারক সই হয়।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে তেলমন্ত্রী বলেছেন, দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে রাশিয়া এবং ইরান তাদের নিজস্ব মুদ্রা ব্যবহারে একমত হয়েছে।

রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী তাস বার্তা সংস্থা জানিয়েছেন, জাতীয় মুদ্রা ব্যবহারের বিষয়টি মীমাংসার জন্য সর্বোচ্চ পর্যায়ে নেয়া হবে।

এছাড়া তিনি আরও জানান, ইরান ও রাশিয়া ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এবং ফাইনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ব্যাপারে আলোচনা অব্যাহত রাখবে।#

পার্সটুডে/এসআইবি/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।