আইআরজিসি কর্মকর্তার হত্যাকাণ্ডের বিরুদ্ধে নিন্দা জানানো উচিত
(last modified Thu, 26 May 2022 10:33:28 GMT )
মে ২৬, ২০২২ ১৬:৩৩ Asia/Dhaka
  • মাজিদ তাখতে রাভাঞ্চি
    মাজিদ তাখতে রাভাঞ্চি

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভাঞ্চি বলেছেন, সম্প্রতি ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কর্মকর্তা কর্নেল হাসান সাইয়্যেদ খোদায়ির হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক সমাজের অবশ্যই জোরালো ভাষায় নিন্দা জানানো উচিত। একইসঙ্গে তিনি ইরানি নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসবাদী তৎপরতার বিপজ্জনক পরিণতির বিষয়েও হুঁশিয়ারি উচ্চারণ করেন।

গতকাল (বুধবার) জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে লেখা একটি চিঠিতে মাজিদ তাখতে রাভাঞ্চি এসব কথা বলেন। কর্নেল খোদায়ি হত্যার প্রতিবাদ জানিয়ে মূলত এই চিঠি দেয়া হয়। ইরানের এই সেনা কর্মকর্তা উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।  

চিঠিতে মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার বিরুদ্ধে সন্ত্রাসবাদী এবং অপরাধমূলক তৎপরতার বিষয়ে যদি নিষ্ক্রিয় ও চুপ থাকা হয় তাহলে এ ধরনের উসকানিমূলক নীতি-বিরোধী কর্মকাণ্ড উৎসাহিত হবে। সন্ত্রাসবাদী তৎপরতার বিপজ্জনক পরিণতি মাথায় রেখে আন্তর্জাতিক সমাজের এই বর্বরতার বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানানো উচিত।

মাজিদ তাখতে রাভাঞ্চি বলেন, প্রাথমিক তথ্য প্রমাণ থেকে বোঝা যাচ্ছে, বিশেষ একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র যারা নিরীহ ইরানি নাগরিক ও বিজ্ঞানীদের ধারাবাহিকভাবে হত্যা করে আসছে তারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এটি জাতিসংঘ সনদের পরিপন্থি বলেও ইরাানি রাষ্ট্রদূত উল্লেখ করেন।#   

পার্সটুডে/এসআইবি/২৬