ইরানের অর্থ ফেরত দিতে দ. কোরিয়ার তালবাহানা অব্যাহত
-
পার্ক জিন (বামে)
ইরানের আটকে পড়া ৭০০ কোটি ডলার ফেরত দিতে দক্ষিণ কোরিয়ার তালবাহানা অব্যাহত রয়েছে। বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও দেশটি এ ক্ষেত্রে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখাচ্ছে না।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী পার্ক জিন ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকনের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেছেন, ইরানের আটকে পড়া অর্থ ছাড় দেওয়ার ক্ষেত্রে এখনো অনেক বাধা রয়েছে।
২০১৯ সালের সেপ্টেম্বর থেকে ইরানের তেল বিক্রি বাবদ ৭০০ কোটি ডলার দক্ষিণ কোরিয়ার দু'টি ব্যাংকে আটকে আছে।
২০১৮ সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল ইরানি তেলের অন্যতম প্রধান ক্রেতা।
দক্ষিণ কোরিয়া এর আগে সুইজারল্যান্ডের মাধ্যমে ইরানের আটকে পড়া অর্থ তেহরানকে ফেরত দেওয়ার কথা বলেছিল। এই অর্থ দিয়ে সুইজারল্যান্ডে তৈরি ওষুধ ও চিকিৎসা সামগ্রী ইরানে পাঠানোর কথাও একবার বলেছিল তারা। কিন্তু এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।