আইএইএকে অতিরিক্ত কোনো সহযোগিতা করবে না তেহরান
পশ্চিমা দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে হবে: ইরান
-
ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি
ইরানের আনবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি বলেছেন, তার দেশের সঙ্গে পরমাণু আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো তাদের প্রতিশ্রুতি রক্ষা করলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’কে পুরোপুরি সহযোগিতা করতে ইরানের আপত্তি নেই।
আমেরিকার রাজনৈতিক সদিচ্ছার অভাবে ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা যখন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে তখন আমেরিকাসহ চার পশ্চিমা দেশ সম্প্রতি আইএইএতে ইরানবিরোধী একটি প্রস্তাব পাস করেছে। ইহুদিবাদী ইসরাইলের চাপে এবং আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সহযোগিতায় প্রস্তাবটি পাস করা হয়েছে।
প্রস্তাবটিতে ইরানের পক্ষ থেকে সদিচ্ছা নিয়ে আইএইএকে যেসব সহযোগিতা করা হয়েছে তার সবগুলো উপেক্ষা করা হয়েছে। এ কারণে ওই প্রস্তাব পাসের পর ইরান নিজের পরমাণু কেন্দ্রগুলোতে স্থাপিত বেশ কিছু নজরদারি ক্যামেরা খুলে ফেলেছে।
মোহাম্মাদ ইসলামি মঙ্গলবার তেহরানে এক সাক্ষাৎকারে বলেন, আইএইএর সঙ্গে ইরানের স্বাভাবিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং ইরান এনপিটি চুক্তি অনুযায়ী নিজের দায়িত্ব পালন করে যাবে। কিন্তু সংস্থাটিকে অতিরিক্ত কোনো সহযোগিতা করা হবে না।
তিনি বলেন, পরমাণু সমঝোতায় বর্ণিত প্রতিটি ধারা এতে স্বাক্ষরকারী প্রতিটি দেশকে পালন করতে হবে। সমঝোতার কিছু ধারা থেকে পশ্চিমা দেশগুলো সরে যাবে এবং একই সঙ্গে দাবি করবে এই সমঝোতা ইরানকে পুরোপুরি মেনে চলতে হবে- সেটি তেহরান মেনে নেবে না।#
পার্সটুডে/এমএমআই/১৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।