'আটক মোসাদ এজেন্টরা ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার পরিকল্পনা করেছিল'
https://parstoday.ir/bn/news/iran-i109584-'আটক_মোসাদ_এজেন্টরা_ইরানের_পরমাণু_বিজ্ঞানীদের_হত্যার_পরিকল্পনা_করেছিল'
ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিল মাসে আটক ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থার তিন এজেন্ট ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার পরিকল্পনা করেছিল।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২২, ২০২২ ১০:৩৯ Asia/Dhaka
  • ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্য
    ইরানের গোয়েন্দা বাহিনীর সদস্য

ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, এপ্রিল মাসে আটক ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থার তিন এজেন্ট ইরানের পরমাণু বিজ্ঞানীদের হত্যার পরিকল্পনা করেছিল।

ইরানের সিস্তান-বালুচিস্তান প্রদেশের প্রসিকিউটর জেনারেল মেহেদি শামসাবাদী গতকাল (মঙ্গলবার) সাংবাদিকদের একথা বলেন। তিনি জানান, আট মাস ধরে জটিল গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ইসরাইলের এসব এজেন্টকে ইরান আটক করতে সক্ষম হয়।

পরমাণু বিজ্ঞানী ফাখরিজাদেহকে তেহরানে হত্যা করে ইসরাইলের এজেন্টরা

মেহেদি শামসাবাদী বলেন, এই তিনজনের বিরুদ্ধে এমনভাবে প্রচুর পরিমাণে তথ্য প্রমাণ জোগাড় করা হয়েছিল যে, যখন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় তখন তারা কোনো রকমের আপত্তি জানাতে পারেনি। তিনি আরো বলেন, এই চক্রের কয়েকজনকে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বেলুচিস্তান প্রদেশ থেকে আটক করা হয় এবং কয়েকজনকে প্রদেশের বাইরে থেকে ইরানের গোয়েন্দা বাহিনী আটক করে।

আটক এজেন্টরা স্বীকার করেছে যে, ইহুদিবাদী ইসরাইলের গুপ্তচর সংস্থা মোসাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ ছিল। শামসাবাদী জানান, আটক এজেন্টদের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত চলছে এবং চার্জ গঠন করে তা শিগগিরই আদালতে পাঠানো হবে। তবে আটক এজেন্টরা কোন দেশের নাগরিক তা তিনি জানান নি।#

পার্সটুডে/এসআইবি/২২