আফগানিস্তানে ভূমিকম্পে নিহত ২৫০০; ত্রাণ তৎপরতা বাড়াতে রায়িসির নির্দেশ
https://parstoday.ir/bn/news/iran-i109666-আফগানিস্তানে_ভূমিকম্পে_নিহত_২৫০০_ত্রাণ_তৎপরতা_বাড়াতে_রায়িসির_নির্দেশ
আফগানিস্তানে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ তৎপরতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ২৪, ২০২২ ১৭:০৩ Asia/Dhaka
  • ত্রাণবাহী ইরানি বিমান
    ত্রাণবাহী ইরানি বিমান

আফগানিস্তানে ভূমিকম্পে বিধ্বস্ত এলাকায় ত্রাণ তৎপরতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি।

তিনি বলেছেন, ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির পাশাপাশি আফগান সীমান্তবর্তী সিস্তান ও বালুচিস্তান এবং দক্ষিণ খোরাসানকে আরও বেশি তৎপর হতে হবে। দ্রুততার সঙ্গে ত্রাণ পৌঁছে দিতে হবে।

তিনি গতকাল (বৃহস্পতিবার) বিকেলে উত্তর খোরাসান প্রদেশে এক প্রশাসনিক বৈঠকে আফগানিস্তানে ভূমিকম্পে হতাহত ও ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, যেসব পরিসংখ্যান পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে আফগানিস্তানে ভূমিকম্পে আড়াই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আফগানিস্তানের বিপদগ্রস্ত মুসলিম জনগণকে সহায়তার জন্য সবার পক্ষ থেকে চেষ্টা চালাতে হবে।

প্রেসিডেন্ট রায়িসি আরও বলেন, মানবিক সহায়তা প্রদানে ইরান সব সময় অগ্রগামী ছিল। আফগানিস্তানের মজলুম মানুষের সাহায্যে এগিয়ে যাওয়া সবার মানবিক দায়িত্ব। এ সময় তিনি আফগানিস্তানের মুসলিম জনগণের ওপর আমেরিকা, ন্যাটো এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জুলুম-নির্যাতনের কথা স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, আমরা বছরের পর বছর ধরে আফগান শরণার্থীরা আমাদের দেশে অবস্থান করছেন। আমরা তাদের আতিথেয়তা করছি। ইউরোপের দেশগুলো বড় বড় দাবি করলেও আফগান জনগণের জন্য কিছুই করেনি। কিন্তু ইসলামি প্রজাতন্ত্র ইরান সব সময় মজলুম ও নিপীড়িত মানুষের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।#  

পার্সটুডে/এসএ/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।