পরমাণু আলোচনার পরবর্তী স্থান ও তারিখ চূড়ান্ত করার কাজ চলছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i110082-পরমাণু_আলোচনার_পরবর্তী_স্থান_ও_তারিখ_চূড়ান্ত_করার_কাজ_চলছে_ইরান
ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার পরবর্তী স্থান ও তারিখ চূড়ান্ত করার কাজ চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কূটনৈতিক চ্যানেলে ঘনিষ্ঠ যোগাযোগ চলছে বলে তিনি জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ০৪, ২০২২ ০৬:২৭ Asia/Dhaka
  • ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি
    ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি

ইরানের প্রধান পরমাণু আলোচক ও উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি-কানি বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনার পরবর্তী স্থান ও তারিখ চূড়ান্ত করার কাজ চলছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে কূটনৈতিক চ্যানেলে ঘনিষ্ঠ যোগাযোগ চলছে বলে তিনি জানিয়েছেন।

২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গেলে এটি নিয়ে যে অচলাবস্থা সৃষ্টি হয় তা নিরসনে গত ১১ মার্চ পর্যন্ত অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের দীর্ঘমেয়াদি আলোচনা অনুষ্ঠিত হয়।

এরপর এ আলোচনা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেলেও সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের তেহরান সফরের জের ধরে গত মঙ্গল ও বুধবার কাতারের রাজধানী দোহায় আমেরিকার সঙ্গে ইরানের পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। তবে সে আলোচনা থেকেও কোনো ফল বেরিয়ে আসেনি।

এ অবস্থায় আলী বাকেরি-কানি গতকাল (রোববার) তেহরানে বলেন, পূর্বনির্ধারিত একটি গঠনকাঠামোর আওতায় দোহা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জোসেপ বোরেলের উপ প্রধান এনরিক মোরা পাশ্চাত্যের সঙ্গে ইরানের নিষেধাজ্ঞা প্রত্যাহারের আলোচনা আবার শুরু করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার প্রচেষ্টায় দিন-তারিখ ও স্থান ঠিক হলে তা ঘোষণা করা হবে।#

পার্সটুডে/এমএমআই/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।