আমেরিকা ও ইসরাইলের যৌথ বিবৃতির বিষয়ে ইরানের প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/iran-i110580-আমেরিকা_ও_ইসরাইলের_যৌথ_বিবৃতির_বিষয়ে_ইরানের_প্রতিক্রিয়া
দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যৌথ বিবৃতির নিন্দা জানিয়ে ইরান বলেছে, যতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টদের এই অঞ্চল সফরের প্রথম অবতরণস্থল হিসেবে অবৈধ ইসরাইল থাকবে এবং সফরের প্রধান লক্ষ্য হবে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা ও ইহুদিবাদীদের আধিপত্য অক্ষুণ্ণ রাখা ততদিন পর্যন্ত এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ১৫, ২০২২ ১৫:৫০ Asia/Dhaka
  • নাসের কানয়ানি
    নাসের কানয়ানি

দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের যৌথ বিবৃতির নিন্দা জানিয়ে ইরান বলেছে, যতদিন পর্যন্ত মার্কিন প্রেসিডেন্টদের এই অঞ্চল সফরের প্রথম অবতরণস্থল হিসেবে অবৈধ ইসরাইল থাকবে এবং সফরের প্রধান লক্ষ্য হবে ইসরাইলের নিরাপত্তা নিশ্চিত করা ও ইহুদিবাদীদের আধিপত্য অক্ষুণ্ণ রাখা ততদিন পর্যন্ত এই অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে না।

অধিকৃত জেরুজালেমে জো বাইডেন ও ইয়ার লাপিদ যৌথ সংবাদ সম্মেলনের পর একটি যৌথ বিবৃতিতে সই করেন।

এ প্রসঙ্গে নাসের কানয়ানি এক টুইটে আরও বলেছেন, বাইডেন ও লাপিদের যৌথ বিবৃতিতে ইসরাইলের সামরিক কর্তৃত্ব ও নিরাপত্তা প্রতিষ্ঠার বিষয়ে আমেরিকার স্থায়ী ও দৃঢ় প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি আরও লিখেছেন, এ ক্ষেত্রে ভুল করলে চলবে না। আসলে এই যৌথ বিবৃতির লক্ষ্যটা শুধু ইরান নয় বরং আরব ও মুসলিম দেশগুলোকে সব সময় ইহুদিবাদী ইসরাইলের কর্তৃত্ব মেনে চলতে হবে। এটা থেকেই এই অঞ্চলের হুমকির মূল উৎস পুরোপুরি স্পষ্ট।

ইসলামি প্রজাতন্ত্র ইরান প্রতিবেশীদের নিরাপত্তাকে নিজের নিরাপত্তা হিসেবে গণ্য করে বলে তিনি টুইটে উল্লেখ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো চার দিনের পশ্চিম এশিয়া সফরে এসেছেন জো বাইডেন। বুধবার ইসরাইলে পৌঁছানোর পর গতকাল (বৃহস্পতিবার) বাইডেন পশ্চিম জেরুজালেমে ইসরাইলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে সই করেন তারা।#

পার্সটুডে/এসএ/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।