সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখাতে গোটা বিশ্বের প্রতি ইরানের আহ্বান
(last modified Fri, 22 Jul 2022 09:05:50 GMT )
জুলাই ২২, ২০২২ ১৫:০৫ Asia/Dhaka
  • তাখত রাভানচি
    তাখত রাভানচি

জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মাজিদ তাখতে রাভানচি বলেছেন, সিরিয়ার স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতার প্রতি সম্মান জানাতে হবে। মানবিক সাহায্য দেওয়ার ক্ষেত্রেও এ বিষয়টিকে গুরুত্ব দিতে হবে।

একইসঙ্গে তিনি সিরিয়ার ওপর থেকে অমানবিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানান।

মাজিদ তাখতে রাভানচি নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে বলেন, 'আমরা বারবারই বলছি সিরিয়ায় মানবিক সাহায্য জরুরি। মানবিক সাহায্য প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক পরিস্থিতি যাতে বাধা হয়ে না দাঁড়ায় সেদিকে নজর দিতে হবে। মানুষের কাছে মানবিক সাহায্য পৌঁছাতে হবে। তবে সিরিয়ার রাজনৈতিক সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি সম্মান জানিয়েই এটা করতে হবে।'

জাতিসংঘ সনদেও এই বিষয়টির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান ইরানি প্রতিনিধি।

তিনি আরও বলেন, সিরিয়ার ওপর অবৈধ নিষেধাজ্ঞা দেশটির পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার পাশাপাশি মানবিক তৎপরতা ও শরণার্থী প্রত্যাবর্তনকে বিলম্বিত করবে।#

পার্সটুডে/এসএ/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ