দ্রুততম সময়ের মধ্যে সংলাপের ইতি টানতে চায় ইরান
আমেরিকাকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত ইরান: উপ পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান আলোচক আলী বাকেরি-কানি
ইরান দ্রুততম সময়ের মধ্যে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবিত করে এই সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য আমেরিকাকে আরেকটি সুযোগ দিতে প্রস্তুত রয়েছে। একথা জানিয়েছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী এবং পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় ইরানের প্রধান আলোচক আলী বাকেরি-কানি।
তিনি নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, দ্রুততম সময়ের মধ্যে ভিয়েনা সংলাপের ইতি টানার জন্য আমাদের কাছে নতুন পরিকল্পনা রয়েছে যা আমরা অন্য পক্ষগুলোর কাছে তুলে ধরেছি।
বাকেরি-কানি লিখেছেন, আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার কারণে যে মারাত্মক ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেয়ার জন্য ইরান ২০২১ সালের এপ্রিল মাস থেকে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে সংলাপ চালিয়ে যাচ্ছে।
ইরানের এই সিনিয়র কূটনীতিক বলেন, পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অবশিষ্ট দেশগুলোর সঙ্গে তেহরান ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল এক্ষেত্রে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানান বাকেরি-কানি। তিনি বলেন, আমেরিকাকে নিজের বিশ্বস্ততা প্রমাণ করে দায়িত্বশীলতার সঙ্গে পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি মেনে চলতে আরেকটি সুযোগ দেয়ার জন্য ইরান এসব সহযোগিতা করছে।#
পার্সটুডে/এমএমআই/১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।