সেপ্টেম্বর ১৪, ২০২২ ০৭:১০ Asia/Dhaka
  • ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি
    ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি

ইরানে ‘অঘোষিত পরমাণু স্থাপনা রয়েছে’ বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, বারবার ওই একই দাবি তুলে আইএইএ নিজের অযোগ্যতার প্রমাণ দিয়েছে। তেহরান আরো বলেছে, চলমান অচলাবস্থা নিরসনের জন্য ইরান জাতিসংঘের এই পর্যবেক্ষণ সংস্থাকে ‘সর্বোচ্চ সহযোগিতা’ করেছে।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি সোমবার ইরান সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তার জবাব দিতে গিয়ে গতকাল (মঙ্গলবার) ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালবান্দি এসব কথা বলেন। গ্রোসি সোমবার আইএইএ’র বোর্ড অব গভর্নসের ত্রৈমাসিক বৈঠকের প্রথমদিনে দেয়া বক্তব্যে তেহরানের বিরুদ্ধে তার ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেন।

গ্রোসি দাবি করেন, “বিষয়টি অত্যন্ত সোজা...আমরা ২০১৮ সালের পর আমাদের পরিদর্শনে এমন তিনটি স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব খুঁজে পেয়েছি যেগুলোকে এর আগে পরমাণু স্থাপনা বলে ঘোষণা করা হয়নি। আমরা এ ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছি এবং এর জবাব পাইনি।” গ্রোসি এ ব্যাপারে সরাসরি সহযোগিতা না করার জন্য ইরানকে অভিযুক্ত করেন।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি

তার এ বক্তব্যের প্রতিক্রিয়ায় কামালবান্দি বলেন, আইএইএ কোনো অবস্থায় এই দাবি করতে পারে না যে, ইরান তাকে সহযোগিতা করেনি।

তিনি বলেন, আইএইএ যে তিনটি স্থানের কথা বলছে সে ব্যাপারে সংস্থাটিকে পূর্ণ সহযোগিতা করেছে। বিষয়টি নিয়ে অস্পষ্টতা দূর করার জন্য আইএইএ’র সঙ্গে একাধিকার বৈঠকে বসে সংস্থাটির প্রশ্নের উত্তর দিয়েছে তেহরান।

কামালবান্দি বলেন, ইহুদিবাদী ইসরাইল ইরানের বিরুদ্ধে যে বানোয়াট রিপোর্ট আইএইএকে প্রদান করে সংস্থাটি যেন সেসব ভুয়া রিপোর্টের ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচি মূল্যায়ন না করে। আইএইএ দলিল-প্রমাণের ভিত্তিতে নিজের নিরপেক্ষতা ও পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবে বলেও আশা প্রকাশ করেন ইরানের এই মুখপাত্র।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ