নৈরাজ্য সৃষ্টিকারীরা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিনতাই করেছে: পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i114164-নৈরাজ্য_সৃষ্টিকারীরা_শান্তিপূর্ণ_বিক্ষোভ_ছিনতাই_করেছে_পররাষ্ট্রমন্ত্রী
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারী ও দাঙ্গাবাজরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ছিনতাই করে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। আর ইরানকে অস্থিতিশীল করতে এই কাজে দাঙ্গা সৃষ্টিকারীদের প্রত্যক্ষ মদদ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। তিনি ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৭, ২০২২ ০৬:৪৯ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারী ও দাঙ্গাবাজরা সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ ছিনতাই করে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। আর ইরানকে অস্থিতিশীল করতে এই কাজে দাঙ্গা সৃষ্টিকারীদের প্রত্যক্ষ মদদ দিচ্ছে পশ্চিমা দেশগুলো। তিনি ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক টেলিফোনালাপে এসব কথা বলেন।

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিচ্ছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম। 

ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী পেক্কা হাভিস্টোর সঙ্গে ফোনালাপে আব্দুল্লাহিয়ান শান্তিপূর্ণ বিক্ষোভকারী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের পার্থক্য তুলে ধরেন। সংবিধানে জনগণকে শান্তিপূর্ণ প্রতিবাদ জানানোর অধিকার দেয়া হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ন্যায়সঙ্গত অধিকারের দাবিতে আন্দোলন হলে সরকার আন্দোলনকারীদের দাবি মেনে নেয়ার চেষ্টা করে।

কিন্তু সাম্প্রতিক ঘটনায় দাঙ্গা সৃষ্টিকারীরা জনগণের সম্পদ ধ্বংস করছে, নিরীহ মানুষ ও পুলিশের ওপর অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে। আর এ কাজে সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশের সরকারগুলোর পাশাপাশি তাদের গণমাধ্যমগুলি ইরান সরকারের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এ ধরনের নাশকতাকে বিশ্বের কোনো স্থানে বরদাশত করা হয় না। এ সময় ফিনিশ পররাষ্ট্রমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ইরান মাহসা আমিনির মৃত্যুর ব্যাপারে পক্ষপাতহীন ও স্বচ্ছ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে।#

পার্সটুডে/এমএমআই/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।