দাঙ্গাবাজদের একাউন্টে ১৫ মিনিট পরপর টাকা জমা হতো: স্বরাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i114506-দাঙ্গাবাজদের_একাউন্টে_১৫_মিনিট_পরপর_টাকা_জমা_হতো_স্বরাষ্ট্রমন্ত্রী
ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি তার দেশের সাম্প্রতিক নৈরাজ্যে পশ্চিমা দেশগুলোর উস্কানির স্বরূপ উন্মোচন করেছেন। তিনি বলেছেন, দাঙ্গাবাজদের কাছে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ আসত এবং কোনো কোনো দাঙ্গাবাজের ব্যাংক একাউন্টে প্রতি ১৫ মিনিট পরপর টাকা জমা হতো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৫, ২০২২ ০৬:৫৪ Asia/Dhaka
  • ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি
    ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি তার দেশের সাম্প্রতিক নৈরাজ্যে পশ্চিমা দেশগুলোর উস্কানির স্বরূপ উন্মোচন করেছেন। তিনি বলেছেন, দাঙ্গাবাজদের কাছে বিদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ আসত এবং কোনো কোনো দাঙ্গাবাজের ব্যাংক একাউন্টে প্রতি ১৫ মিনিট পরপর টাকা জমা হতো।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী শুক্রবার তেহরানের ইসলামি আজাদ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও গবেষণা ফ্যাকাল্টিতে বক্তব্য দেয়ার সময় এ তথ্য তুলে ধরেন। তিনি বলেন, বিদেশ থেকে সংগঠিত ও প্রশিক্ষণপ্রাপ্ত কিছু চিহ্নিত দাঙ্গাবাজ সাম্প্রতিক নৈরাজ্যের সময় চরম সহিংস আচরণ করেছে। এদের অনেকে বিদেশ থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ গ্রহণ করেছে বলে তিনি জানান।

ওয়াহিদি বলেন, তার মন্ত্রণালয়ের সামনে থেকে আটক এক ব্যক্তির ব্যাংক একাউন্টে সহিংসতা উস্কে দেয়ার কাজে ব্যবহার করার জন্য প্রতি ১০ থেকে ১৫ মিনিট পরপর ৭৫০ থেকে ৯০০ ডলার পর্যন্ত জমা পড়ত। ওয়াহিদি জানান, সাম্প্রতিক সহিংসতার সময় অসংখ্য গ্যাং কাজ করেছে যাদের মধ্যে ইহুদিবাদী ইসরাইলের পরিচালনায় সহিংসতা চালিয়েছে বহু গ্যাং। মন্ত্রী বলেন, এসব গ্যাং সহিংসতা ছড়িয়ে দেয়ার কাজে ব্যবহারের লক্ষ্যে প্রতিটি মলোটভ ককটেল তৈরি করার জন্য ১৫ ডলার করে পরিশোধ করেছে।

সাম্প্রতিক দাঙ্গার সময় জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে দাঙ্গাবাজরা

ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালাচ্ছে একটি স্বার্থান্বেষী মহল। ইরানে মহিলা পুলিশের হেফাজতে কুর্দি নারী মাহসা আমিনি অসুস্থ হয়ে মারা যাওয়ার পর থেকে গত কিছু দিন ধরে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চালিয়েছে একটি স্বার্থান্বেষী মহল। এতে উসকানি দিয়েছে বিদেশি অর্থায়নে পরিচালিত কয়েকটি গণমাধ্যম।

এসব গণমাধ্যমের সঙ্গে তাল মিলিয়ে আমেরিকাসহ আরো কিছু পশ্চিমা দেশের সরকার গত কয়েক দিনে নৈরাজ্য সৃষ্টিকারীদের প্রতি সমর্থন জানাতে গিয়ে অসত্য তথ্য ও ভুয়া খবর প্রচার করেছে। পশ্চিমা সরকার ও গণমাধ্যমগুলো ইরানে চলমান নৈরাজ্য ও সহিংসতাকে ‘প্রতিবাদ আন্দোলন’ নামে চালিয়ে দেয়ারও চেষ্টা করেছে।#

পার্সটুডে/এমএমআই/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।