ইউরোপের হস্তক্ষেপমূলক আচরণের জবাব দেওয়া হবে: ইরান
-
কানয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইউরোপের হস্তক্ষেপমূলক আচরণের জবাব দেওয়া হবে। তিনি আজ (সোমবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন।
কানয়ানি আরও বলেন, ফ্রান্স মনে করে ইরানে সহিংসতা ও গোলযোগ হলে সেটা ভালো এবং ইরানে সহিংসতাকামীদের মোকাবেলা করা যাবে না। কিন্তু তাদের ইউরোপে সহিংসতা ও গোলযোগ হলে সেটা খারাপ এবং তা মোকাবেলা করতে হবে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এর আগে ইউরোপ সন্ত্রাসবাদকে ভালো সন্ত্রাসবাদ ও মন্দ সন্ত্রাসবাদ- এই দুই ভাগে ভাগ করেছে। নতুন পরিস্থিতিতে আবারও তাদের রাজনৈতিক আচরণ ও কথাবার্তায় নতুন বিভাজন লক্ষ্য করা যাচ্ছে। আর তাহলো ভালো নৈরাজ্য এবং খারাপ নৈরাজ্য।
তিনি মানবাধিকার ইস্যুতে পশ্চিমা কিছু দেশের আচরণের প্রতি ইঙ্গিত করে বলেন, পশ্চিমারা ইরানের বিরুদ্ধে ওষুধ নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে আশ্রয় দিয়েছে। তাদের নিজেদের তালিকাতেও এসব গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
যেসব দেশ ইরানসহ বিশ্বের অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে তাদেরকে এই পথ পরিহার করে ন্যায় ও যুক্তির পথ অনুসরণের আহ্বান জানান ইরানের এই মুখপাত্র।#
পার্সটুডে/এসএ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।