তেহরানে অনুষ্ঠিত হলো আইওআরএ'র সদস্য দেশগুলোর সম্মেলন
(last modified Sat, 29 Oct 2022 11:08:08 GMT )
অক্টোবর ২৯, ২০২২ ১৭:০৮ Asia/Dhaka
  • আইওআরএ
    আইওআরএ

ওশান রিমের সুযোগগুলোকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন ইরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। ২৩ অক্টোবর তেহরানে অনুষ্ঠিত ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন আইওআরএ'র উপদেষ্টা পরিষদের সম্মেলনে দেওয়া বক্তৃতায় রাষ্ট্রদূত এ এফ এম গওসাল আজম সরকার ওই আহ্বান জানান।

আইওআরএ'র সেমিনার

আইওআরএ'র প্রতিষ্ঠার রজত জয়ন্তী উপলক্ষ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যুরো অফ পলিটিক্যাল অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ কমপ্লেক্সে ওই সম্মেলনের আয়োজন করে। 'ইরান এবং আইওআরএ: সম্ভাবনা এবং চ্যালেঞ্জ' শীর্ষক আন্তর্জাতিক ওই সম্মেলনে সভাপতিত্ব করেন ইরানে বাংলাদেশের রাষ্ট্রদূত এ এফ এম গওসাল আজম সরকার। সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থনৈতিক কূটনীতি বিষয়ক ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মাহাদি সাফারি, আইওআরএর মহাসচিব সালমান আল ফারিসি, অর্থনৈতিক সহযোগিতা সংস্থার (ইকো) মহাসচিব খুসরাভ নাজিরি, ইরানে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী স্টিফেন প্রিশারসহ ইরানে নিযুক্ত আইওআরএ সদস্য রাষ্ট্রগুলোর রাষ্ট্রদূত এবং তাদের প্রতিনিধিগণ।

রাষ্ট্রদূত গওসাল আজম তাঁর বক্তব্যে বলেন যে ২০২১-২০২২ মেয়াদের জন্য আইওআরএ'র সভাপতি বাংলাদেশ। এই ঘটনাকে তিনি বাংলাদেশের জন্য খুবই তাৎপর্যপূর্ণ এবং উন্নয়ন ও সমৃদ্ধির পথে যাত্রার সূচক বলেও মন্তব্য করেন। এই সংস্থার সদস্য দেশগুলোর সঙ্গে তাঁর দেশ উন্নয়ন ও সমৃদ্ধি শেয়ার করতে চায় বলেও রাষ্ট্রদূত এ এফ এম গওসাল আজম সরকার উল্লেখ করেন। আইওআরএ'র সভাপতি হিসেবে তিনি এই সংস্থার সাংগঠনিক কাঠামোকে আরও সদৃঢ় ও শক্তিশালী করার আগ্রহের কথা বলেন। সেইসঙ্গে এই প্রক্রিয়ার সকল পর্যায়ে সক্রিয় ভূমিকায় অংশ নিতে বাংলাদেশ প্রস্তুত বলে তিনি জানান।

আইওআরএ'র সেমিনারে অংশগ্রহণকারীদের একাংশ

রাষ্ট্রদূত গওসাল আজম সরকার বলেন: বাংলাদেশ আইওআরএ বিজনেস ফোরাম আইওআরবিএফ'র সভাপতি হিসেবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করে যাচ্ছে। এ অঞ্চলের ব্যবসায়িক সম্ভাবনা ও সুযোগগুলোকে খুঁজে বের করে কীভাবে সেগুলোকে কাজে লাগানো যায় সে সম্পর্কে বিভিন্ন পর্যায়ে বৈঠক করে যাচ্ছে। ভারত মহাসাগরকে বাংলাদেশ 'সুযোগের আবাসস্থল' হিসেবে বিবেচনা করছে বলে মন্তব্য করে বিশিষ্ট এই কূটনীতিক বলেন: শান্তি, উন্নয়ন এবং স্থিতিশীলতা তৈরি করা ও শক্তিশালী করার ক্ষেত্রে আইওআরএর ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাষ্ট্রদূত আইওআরএ'র সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য বাড়ানো এবং চুক্তির মাধ্যমে বাণিজ্য বাধা দূর করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।  তিনি আসছে ২৪ নভেম্বর ২০২২ এ ঢাকায় অনুষ্ঠেয় এই সংস্থার ২২তম কাউন্সিল অব মিনিস্টার্সের (সিওএম) বৈঠকে অংশগ্রহণ করতে সদস্য দেশগুলিকে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রদূত তেহরান ভিত্তিক আইওআরএ রিজিওনাল সেন্টার ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আরসিএসটিটি) উপদেষ্টা পরিষদের ১১তম সভায়ও সভাপতিত্ব করেন। আইওআরএ'র ওই সেমিনারের একটি বিশেষ অংশ হিসেবে আরসিএসটিটি'র বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ করা যেতে পারে আইওআরএ, আরসিএসটিটি ২০০৮ সালে তেহরানে প্রতিষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তিসহ মানব সম্পদ উন্নয়নে এই সংস্থা সদস্য রাষ্ট্রগুলির সাথে প্রযুক্তিগত পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।#

পার্সটুডে/এনএম/২৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।