ইরানের মাজারে সন্ত্রাসী হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তি গ্রেপ্তার
https://parstoday.ir/bn/news/iran-i115216-ইরানের_মাজারে_সন্ত্রাসী_হামলায়_জড়িত_দ্বিতীয়_ব্যক্তি_গ্রেপ্তার
ইরানের শিরাজ শহরে  হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইসমাইল খাতিব আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ৩১, ২০২২ ১৫:৫৪ Asia/Dhaka
  • ইরানের গোয়েন্দামন্ত্রী
    ইরানের গোয়েন্দামন্ত্রী

ইরানের শিরাজ শহরে  হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দামন্ত্রী হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইসমাইল খাতিব আজ (সোমবার) এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার ইরানের ফার্স প্রদেশের কেন্দ্রীয় শহর শিরাজে হজরত আহমাদ বিন মূসা (আ.)'র পবিত্র মাজারে সন্ত্রাসী হামলায় দুই শিশুসহ ১৩ জন জিয়ারতকারী শহীদ ও ৩০ জন আহত হয়েছেন। হামলারত অবস্থায় একজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ইরানের গোয়েন্দামন্ত্রী আরও বলেছেন, তাদের গোয়েন্দা বাহিনী শিরাজের মাজারে হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

হামলায় জড়িত প্রথম ব্যক্তি

 

তিনি বলেন, দেশের নিরাপত্তা হচ্ছে অন্য সব কিছুর ভিত্তি। এ কারণে অন্য সব কিছুর চেয়ে এই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

হামলায় জড়িত দ্বিতীয় ব্যক্তি

 

হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ ইসমাইল খাতিব বলেন, যেখানেই নিরাপত্তা ইস্যু আসবে সেখানেই সর্ব শক্তি দিয়ে তা জোরদারের চেষ্টা করতে হবে।#

পার্সটুডে/এসএ/৩১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।