আইএইএ'র খসড়া সুরক্ষা-নীতি বিষয়ক সমস্যা সমাধানে সহায়তা করবে না: কানয়ানি
(last modified Mon, 14 Nov 2022 10:24:20 GMT )
নভেম্বর ১৪, ২০২২ ১৬:২৪ Asia/Dhaka
  • নাসের কানয়ানি চাফি
    নাসের কানয়ানি চাফি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার নির্বাহী পরিষদে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের বিরুদ্ধে যে প্রস্তাব গৃহীত হয়েছে তা সুরক্ষা-নীতি বিষয়ক সমস্যা সমাধানে কোনো কাজে আসবে না।

নাসের কানয়ানি চাফি সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে আজ (সোমবার) এ কথা বলেন। তিনি বলেন: গত সপ্তায় ইরানের একটি প্রতিনিধি দল ভিয়েনা সফরে গিয়ে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার কর্মকর্তাদের সাথে বৈঠক করেছে। ওই বৈঠকে ইরান পরমাণু শক্তি সংস্থার সাথে গঠনমূলক সম্পর্ক স্থাপনের চেষ্টা চালায়। সুরক্ষা-নীতি বিষয়ক  সকল প্রশ্ন ও সংশয় দূর করতে এই সংস্থার সাথে ইরানের আলোচনা অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।

কানয়ানি জানান: আইএইএ'র একটি প্রতিনিধি দল অচিরেই ইরান সফরে আসবে এবং ইরানের কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা নিয়ে আলাপ-আলোচনা করবে। আইএইএ'র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখার পরও আমেরিকাসহ ইউরোপের তিনটি দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি দু:খ প্রকাশ করে বলেন: এই দেশগুলো অগঠনমূলক আচরণ করেই যাচ্ছে। তারা এই সংস্থাটিকে ইরানের বিরুদ্ধে রাজনৈতিক চাপ প্রয়োগের হাতিয়ারে পরিণত করার চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন জনাব কানয়ানি।

বিশিষ্ট এই কূটনীতিক আরও বলেন: আইএইএ'র নির্বাহী পরিষদে প্রস্তাব পাস করলেই সুরক্ষা-নীতি বিষয়ক সমস্যার সমাধান হয়ে যাবে না। ইউরোপীয় পক্ষগুলিকে কৌশলি আচরণ করার এবং কূটনীতির পথে অগ্রসর হওয়ার আহ্বান জানান তিনি। অগঠনমূলক আচরণ কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে বলেও সতর্ক করেন ইরানের এই মুখপাত্র।

কুর্দিস্তান এলাকায় আইআরজিসি'র ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে তিনি বলেন: ইরান বিচ্ছিন্নতাকামী সন্ত্রাসী গোষ্ঠিগুলোর তৎপরতা সহ্য করবে না। আন্তর্জাতিক আইন মেনে ইরান তাদের দেশ ও জনগণের নিরাপত্তা রক্ষা করে যাবে।

সৌদি আরবের সঙ্গে ইরানের আলোচনায় রাশিয়ার মধ্যস্থতার ব্যাপারে কানয়ানি বলেন: ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক প্রতিষ্ঠায় আঞ্চলিক যে দেশই সদিচ্ছার পরিচয় দেবে, ইরান তাকেই স্বাগত জানাবে। একইসঙ্গে তিনি সৌদি-ইরান সম্পর্ক প্রতিষ্ঠায় ইরাকের মধ্যস্থতা বন্ধের কথাও নাকচ করে দেন। তিনি বলেন: এক্ষেত্রে বরং ইরাক সরকার গুরুত্বপূর্ণ ও গঠনমূলক ভূমিকা পালনে তাদের প্রস্তুতির কথা ঘোষণা করেছে।#

পার্সটুডে/এনএম/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।