নৌবাহিনীকে প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াতে বললেন ইরানের সর্বোচ্চ নেতা
-
কমান্ডারদের সঙ্গে কথা বলছেন সর্বোচ্চ নেতা
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, যুদ্ধ সক্ষমতা ও প্রতিরক্ষা সরঞ্জামসহ সব ক্ষেত্রে নৌবাহিনীর শক্তি ও সামর্থ্য আরও বাড়াতে হবে এবং দূরবর্তী সাগর ও আন্তর্জাতিক পানিসীমায় তৎপরতার মতো কাজগুলো অব্যাহত রাখতে হবে।
তিনি আজ (সোমবার) ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের একদল কমান্ডারের সঙ্গে বৈঠকে এ কথা বলেন।

সর্বোচ্চ নেতা আরও বলেন, অতীতে ইসলামি ও ইরানি সংস্কৃতি ও সভ্যতা বিশ্বের অন্যান্য অঞ্চলে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ইরানিদের নৌ চলাচলের অভিজ্ঞতা কাজে লাগানো হয়েছে। অতীত অভিজ্ঞতার অধিকারী হওয়া সত্ত্বেও সাগরকে কাজে লাগানোর সংস্কৃতি গুরুত্ব পায়নি। এই সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।
সমুদ্রকে কাজে লাগানো এবং সমুদ্রের গুরুত্ব উপলব্ধির সংস্কৃতি জোরদার করাকে মৌলিক অবকাঠামোর অংশ বলে মন্তব্য করেন আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
এ সময় ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি তার বাহিনীর নানা তৎপরতা ও সাফল্যের বিষয়ে সর্বোচ্চ নেতার কাছে প্রতিবেদন তুলে ধরেন।#
পার্সটুডে/এসএ/২৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।