‘৪৭টি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান’
https://parstoday.ir/bn/news/iran-i116616-৪৭টি_বিদেশি_গুপ্তচর_সংস্থার_হাইব্রিড_যুদ্ধ_ব্যর্থ_করে_দিয়েছে_তেহরান’
বিদেশি মদদে ইরানে চাপিয়ে দেয়া সাম্প্রতিক সহিংসতার সময় বিশ্বের অন্তত ৪৭টি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী-বাসিজের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলায়মানি বুধবার তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে একথা জানান।
(last modified 2025-11-11T14:44:42+00:00 )
ডিসেম্বর ০১, ২০২২ ১০:০৯ Asia/Dhaka
  • গোলামরেজা সোলায়মানি
    গোলামরেজা সোলায়মানি

বিদেশি মদদে ইরানে চাপিয়ে দেয়া সাম্প্রতিক সহিংসতার সময় বিশ্বের অন্তত ৪৭টি বিদেশি গুপ্তচর সংস্থার হাইব্রিড যুদ্ধ ব্যর্থ করে দিয়েছে তেহরান। ইরানের স্বেচ্ছাসেবী বাহিনী-বাসিজের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলায়মানি বুধবার তেহরানে এক অনুষ্ঠানের অবকাশে একথা জানান।

তিনি তার বক্তব্যে বিদেশি মদদে ইরানে ছড়িয়ে পড়া সাম্প্রতিক সহিংসতার কথা উল্লেখ করেন যেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যসহ বহু নিরপরাধ মানুষের প্রাণহানি হয়েছে। 

জেনারল সোলায়মানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ৪৭টি বিদেশি গুপ্তচর সংস্থা সর্বাত্মক যুদ্ধ শুরু করেছে। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে মুখোমুখি যুদ্ধে ভয় পেয়ে তারা পেছনের দরজা দিয়ে হামলা করতে চায়।তারা  ইরানি জনগণকে তাদের পক্ষে নেয়ার জন্য গণমাধ্যমসহ অন্যান্য মনস্তাত্ত্বিক প্রচারযন্ত্র ব্যবহার করছে।

বাসিজের প্রধান কমান্ডার বলেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে গ্রীষ্মের ছুটি শেষে ইরানের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খোলার পর শত্রুরা দাঙ্গা বাধানোর পরিকল্পনা নিয়েছিল।কিন্তু একটি দুর্ঘটনার কারণে তা আগেভাগেই শুরু করা হয়।তিনি দুর্ঘটনা বলতে মহিলা পুলিশের হেফাজতে হিজাব না পরার কারণে আটক ২২ বছর বয়সি কুর্দি তরুণী মাহসা আমিনির মৃত্যুর প্রতি ইঙ্গিত করেন।

আমিনিকে নির্যতান চালিয়ে হত্যা করা হয়েছে বলে একটি অজুহাত দাঁড় করিয়ে দাঙ্গা শুরু করা হয়। কিন্তু পোস্টমার্টেম রিপোর্টে বলা হয়েছে, আমিনি আগে থেকে অসুস্থ ছিল এবং ওই অসুস্থতার জের ধরে তার মৃত্যু হয়েছে। মাথা বা শরীরের অন্য কোনো অংশে আঘাতের কারণে তার মৃত্যু হয়নি; যদিও পশ্চিমা গণমাধ্যমগুলো তেমনটিই দাবি করছে।#

পার্সটুডে/এমএমআই/১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।