স্মল ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেল ইরানি গবেষণাপত্রের নকশা
https://parstoday.ir/bn/news/event-i155370-স্মল_ম্যাগাজিনের_প্রচ্ছদে_স্থান_পেল_ইরানি_গবেষণাপত্রের_নকশা
পার্সটুডে-ইরানের তারবিয়াতে মোদাররেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।
(last modified 2025-12-22T14:34:21+00:00 )
ডিসেম্বর ২২, ২০২৫ ২০:২৮ Asia/Dhaka
  • স্মল ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেল ইরানি গবেষণাপত্রের নকশা
    স্মল ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান পেল ইরানি গবেষণাপত্রের নকশা

পার্সটুডে-ইরানের তারবিয়াতে মোদাররেস বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ওই গবেষণা কার্যক্রম পরিচালনা করেন।

গবেষকগণ তাদের আন্তর্জাতিক সহকর্মীদের সাথে সহযোগিতায় শক্তি সঞ্চয় এবং রূপান্তরের জন্য ধাতব সাবন্যানোক্লাস্টারের বিকাশের ওপর মনোনিবেশ করে একটি বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন।

ওই গবেষণাপত্রটি আন্তর্জাতিক জার্নাল স্মল-এ প্রকাশিত হয়েছে এবং এই গবেষণাপত্রের নকশাটি সেই জার্নালের প্রচ্ছদে ছাপা হয়েছে। এই ইরানি গবেষণা এমন একটি অর্জন যা উন্নত উপকরণ এবং শক্তির ক্ষেত্রে বৈজ্ঞানিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। শক্তি সঞ্চয় এবং রূপান্তর ব্যবস্থায় পারমাণবিক দক্ষতা বৃদ্ধির জন্য ধাতব ন্যানো পার্টিকেলগুলোকে ন্যানোক্লাস্টার, সাবন্যানোক্লাস্টার এবং এমনকি একক পরমাণুর স্কেলে ক্ষুদ্রকরণ গবেষণার সবচেয়ে আকর্ষণীয় দিকগুলোর একটি।#

পার্সটুডে/এনএম/২২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন