বিদেশি হস্তক্ষেপ ছাড়া দ্রুত প্রেসিডেন্ট নিয়োগ দিতে লেবাননের প্রতি ইরানের আহ্বান
(last modified Fri, 13 Jan 2023 09:53:55 GMT )
জানুয়ারি ১৩, ২০২৩ ১৫:৫৩ Asia/Dhaka
  • পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান
    পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, নিঃসন্দেহে লেবাননের রাজনৈতিক দলগুলো বিদেশিদের হস্তক্ষেপ ছাড়াই প্রেসিডেন্ট নিয়োগ দিতে সক্ষম।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় বৈরুতের উদ্দেশে তেহরান ত্যাগ করেন। বৈরুতে পৌঁছার পর তিনি সাংবাদিকদের বলেছেন, 'আমরা লেবাননের সমস্ত রাজনৈতিক দল ও জোটকে যত দ্রুত সম্ভব আলোচনা ও ঐকমত্যের মাধ্যমে প্রেসিডেন্ট নিয়োগ দিয়ে রাজনৈতিক প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি।'

আমির আব্দুল্লাহিয়ান জোর দিয়ে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান লেবাননের জনগণ, সরকার, সেনাবাহিনী এবং প্রতিরোধ ফ্রন্টের প্রতি দৃঢ়ভাবে সমর্থন অব্যাহত রেখেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ফিলিস্তিনের সাম্প্রতিক ঘটনাবলীসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আমির-আব্দুল্লাহিয়ানকে লেবানন সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী। ঐ আমন্ত্রণে সাড়া দিয়েই তিনি সেখানে গেছেন এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারসহ বিভিন্ন ইস্যুতে ঐ দেশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছিল।

লেবানন ও ইরান উভয়ই এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী রাষ্ট্র। দীর্ঘ দিন দরে দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে।#  

পার্সটুডে/এসএ/১৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ