ভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে প্রেসটিভি ও আল আলম সম্প্রচার করা হচ্ছে: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i118900
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, ইউরোপের মালিকানাধীন নয় এমন স্যাটেলাইটের মাধ্যমে এখন 'প্রেসটিভি' এবং 'আল আলম' টিভি সম্প্রচার করা হচ্ছে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জানুয়ারি ২৫, ২০২৩ ১৮:৫৫ Asia/Dhaka
  • ড. জেবেলি
    ড. জেবেলি

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা বা আইআরআইবি'র প্রধান ড. পেইমান জেবেলি বলেছেন, ইউরোপের মালিকানাধীন নয় এমন স্যাটেলাইটের মাধ্যমে এখন 'প্রেসটিভি' এবং 'আল আলম' টিভি সম্প্রচার করা হচ্ছে।

গণতন্ত্রের প্রতি সমর্থনের অজুহাতে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেসটিভিসহ আইআরআইবি'র বিভিন্ন চ্যানেলের সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন।

এর কয়েক সপ্তাহ পর ফ্রান্সের স্যাটেলাইট কোম্পানি ইউটেলস্যাট নিষেধাজ্ঞা বাস্তবায়ন করে এবং তাদের স্যাটেলাইটের সাহায্যে প্রেসটিভির সম্প্রচার বন্ধ করে দেয়।

আজ তেহরানে মন্ত্রিসভার বৈঠকে আইআরআইবি'র প্রধান সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ইউরোপীয় স্যাটেলাইটের মাধ্যমে ইরানি টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়ে যাওয়ার পর ইউরোপীয় নয় এমন স্যাটেলাইট কোম্পানিগুলোর সঙ্গে আমাদের যোগাযোগ স্থাপিত হয়েছে।

জেবেলি আরও বলেন, প্রেসটিভি ও আল আলমের সংবাদ ও অনুষ্ঠানমালা এখন ঐসব স্যাটেলাইটের মাধ্যমে দর্শকদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। নিষেধাজ্ঞা সত্ত্বেও আল আলম ও প্রেসটিভির কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানান ড. জেবেলি।#   

পার্সটুডে/এসএ/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।