মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার আমেরিকা বা তার মিত্রদের নেই: ইরান
(last modified Tue, 28 Feb 2023 04:02:31 GMT )
ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১০:০২ Asia/Dhaka
  • মানবাধিকার নিয়ে কথা বলার অধিকার আমেরিকা বা তার মিত্রদের নেই: ইরান

মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেতৃত্বাধীন বেশ কিছু পশ্চিমা দেশ তাদের রাজনৈতিক লক্ষ্য চরিতার্থ করার কাজে মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলোর অপব্যবহার করছে বলে অভিযোগ করেছে ইরান। গতকাল (সোমবার) সুইজারল্যান্ডের জেনেভো শহরে মানবাধিকার পরিষদের ৫২তম নিয়মিত বৈঠকে বক্তৃতা দিতে গিয়ে একথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

তিনি বলেন, জাতিসংঘের মানবাধিকার মেকানিজমের উচিত প্রকৃত সংলাপ, গঠনমূলক আদান-প্রদান এবং সম্মানজনক সহযোগিতা মাধ্যমে মানবাধিকার রক্ষা ও এর উন্নয়ন ঘটানো।

জাতিসংঘের মানবাধিকার পরিষদকে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনা করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই পরিষদসহ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রতিষ্ঠানগুলো দুঃখজনকভাবে আমেরিকার নেতৃত্বাধীন বেশ কিছু পশ্চিমা দেশের রাজনৈতিক লক্ষ্য বাস্তবায়নের হাতিয়ারে পরিণত হয়েছে। এসব পশ্চিমা দেশের মানবাধিকার নিয়ে কথা বলার কোনো অধিখার নেই ব

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে একতরফা নিষেধাজ্ঞা আরোপ করে তার একমাত্র উদ্দেশ্যে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা। তিনি বলেন, এর ফলে যেসব দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় সেসব দেশের জনগণের মৌলিক মানবাধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়।

এ ধরনের অপরাধ করার জন্য মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিদের বিচারের সম্মুখীন করার আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমেরিকাকে এই অপরাধে সহযোগিতা করার জন্য ইউরোপীয় দেশগুলোর কর্তাব্যক্তিদেরও জবাবদিহীতার আওতায় আনতে হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাজেই মানবাধিকার নিয়ে সুন্দর সুন্দর বুলি আওড়ানোর অধিকার আমেরিকা বা তার ই্‌উরোপীয় মিত্রদের নেই। তিনি ইরানের সাম্প্রতিক দাঙ্গা উস্কের দেয়ার জন্য পশ্চিমা দেশগুলোকে দায়ী করেন।#

পার্সটুডে/এমএমআই/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ