ইরানের বিচার বিভাগের কাজে বার্লিনের হস্তক্ষেপের প্রতিবাদ
২ জার্মান কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বহিষ্কারের নির্দেশ দিল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়
দুজন জার্মান কূটনীতিককে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে তাদেরকে ইরান থেকে বহিষ্কারের নির্দেশ দেয়া হয়েছে। ইরানের ‘অভ্যন্তরীণ ও বিচারবিভাগীয় কাজে’ বার্লিনের হস্তক্ষেপের অভিযোগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (বুধবার) এ নির্দেশ দিয়েছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠীর রিংলিডারকে মৃত্যুদণ্ড দেয় ইরানের একটি আদালত। ওই সন্ত্রাসী গোষ্ঠীর একটি হামলায় অন্তত ১৬ জন ইরানি নাগরিক নিহত হয়েছিল। সন্ত্রাসী গোষ্ঠীটির রিংলিডারের বিচারের প্রতিবাদে জার্মানি দুজন ইরানি কূটনীতিককে বহিষ্কার করে এবং তার এক সপ্তাহ পর ইরান থেকে দুই জার্মান কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেয়া হলো।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বুধবার তেহরানে বলেছেন, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে ও আদালতের কাজে হস্তক্ষেপ করে জার্মান সরকার যে পদক্ষেপ নিয়েছে তার প্রতিবাদে দুই জার্মান কূটনীতিককে বহিষ্কারের আদেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরান যেকোনো দেশের মাত্রাতিরিক্ত চাহিদার দৃষ্টান্তমূলক জবাব দেবে।”
বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপ বিষয়ক মহাপরিচালক জার্মান রাষ্ট্রদূতকে তলব করে তেহরানের এ সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন বলে কানয়ানি উল্লেখ করেন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যেকোনো দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার দেশ পারস্পরিক সম্মান বজায় রাখার নীতিতে বিশ্বাসী। কিন্তু কোনো দেশ যদি ইরানের সার্বভৌমত্ব ও মৌলিক কূটনৈতিক শিষ্টাচার মেনে চলাকে অপছন্দ মনে করে তখন বিকল্প ব্যবস্থা নেয়া আবশ্যিক হয়ে দাঁড়ায়।#
পার্সটুডে/এমএমআই/এমএআর/২