রেডিও তেহরানের জানুয়ারি-২০২৪-এর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
https://parstoday.ir/bn/news/iran-i121384-রেডিও_তেহরানের_জানুয়ারি_২০২৪_এর_শ্রেষ্ঠ_শ্রোতা_পুরস্কার’_বিজয়ীর_নাম_ঘোষণা
ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় ২০২৪ সালের জানুয়ারি মাসের ফল ঘোষণা করা হয়েছে।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০২৪ ১৫:০৩ Asia/Dhaka
  • রেডিও তেহরানের জানুয়ারি-২০২৪-এর ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা

ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ প্রতিযোগিতায় ২০২৪ সালের জানুয়ারি মাসের ফল ঘোষণা করা হয়েছে।

সর্বাধিক চিঠি, রিসিপশন রিপোর্ট, সোস্যাল মিডিয়ায় রেডিও তেহরানের পক্ষে তৎপরতার ভিত্তিতে জানুয়ারি মাসে ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ  দিনাজপুর জেলার সিনিয়র শ্রোতা দেবাশীষ গোপ। বিজয়ীসহ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন।

শ্রেষ্ঠ শ্রোতা প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে নিজেকে দেখতে চাইলে আপনিও নিয়মিত চিঠি লিখুন এবং রিসিপশন রিপোর্ট পাঠান। সেইসঙ্গে ফেসবুকে রেডিও তেহরানের খবরাখবর শেয়ার করুন। খবরে লাইক দিন, মন্তব্য করুন। আর জিতে নিন শ্রেষ্ঠ শ্রোতার শিরোপা!

আমাদের কাছে ইমেইল করার ঠিকানা: [email protected]

পার্সটুডে/আশরাফুর রহমান/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।