পরমাণু চুক্তি উজ্জীবনের সুযোগ হারানো হবে বিশাল ভুল: রাশিয়া
https://parstoday.ir/bn/news/iran-i122464-পরমাণু_চুক্তি_উজ্জীবনের_সুযোগ_হারানো_হবে_বিশাল_ভুল_রাশিয়া
রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া করা হবে মস্তবড় ভুল। মস্কো আরো বলেছে, যারা এই বহুজাতিক চুক্তি ধ্বংস করেছে এটিকে আবার কার্যকর করার দায়দায়িত্ব তাদের।  
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৭, ২০২৩ ১০:২৫ Asia/Dhaka
  • পরমাণু চুক্তি উজ্জীবনের সুযোগ হারানো হবে বিশাল ভুল: রাশিয়া

রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ২০১৫ সালে স্বাক্ষরিত ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সুযোগ হাতছাড়া করা হবে মস্তবড় ভুল। মস্কো আরো বলেছে, যারা এই বহুজাতিক চুক্তি ধ্বংস করেছে এটিকে আবার কার্যকর করার দায়দায়িত্ব তাদের।  

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক বৈঠকে সভাপতিত্ব করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা আবার কার্যকর করার জন্য একটি চুক্তি চূড়ান্ত হয়ে রয়েছে, কিন্তু ইউরোপীয় দেশগুলো এ ব্যাপারে আর আগ্রহ দেখাচ্ছে না এবং মার্কিন সরকার বিকল্প কিছু নিয়ে ভাবছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা মনে করি পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি বহু আগে চূড়ান্ত হয়ে রয়েছে। কিন্তু ইউরোপীয় দেশগুলো যেকোনো কারণেই হোক এটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তারা বিভিন্ন মাধ্যমে জানাচ্ছেন যে, পরমাণু সমঝোতার বিকল্প কোনো উপায় বের করা প্রয়োজন।ত বে আমি মনে করি, এই সমঝোতা পুনরুজ্জীবনের যে সুযোগ এখনও রয়েছে তা হাতছাড়া করা হবে মস্তবড় ভুল।”

ল্যাভরভ আরো বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়টি এখন আর ‘ইরান, রাশিয়া বা চীনের’ ওপর নির্ভর করছে না বরং যারা এটিকে ধ্বংস করেছে তাদেরই এটিকে আবার কার্যকর করতে হবে।

২০১৫ সালে জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সঙ্গে পরমাণু সমঝোতা সই করেছিল ইরান। কিন্তু ২০১৮ সালে আমেরিকা একতরফাভাবে এই সমঝোতা থেকে বেরিয়ে যায় এবং তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেন প্রতিশ্রুতি দিয়েও এই সমঝোতা কার্যকর রাখার কোনো উদ্যোগ নেয়নি। এ কারণে সমঝোতাটি মুখ থুবড়ে পড়েছে। এটিকে আবার চালু করার জন্য অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় কয়েক বছর ধরে আলোচনা শেষে একটি চুক্তি যখন চূড়ান্ত হওয়ার দ্বারপ্রান্তে ছিল তখন প্রক্রিয়াটি হতে কোনো কারণে সরে পড়ে পাশ্চাত্য।  অবশ্য গত বছরের আগস্ট মাস থেকেই আলোচনায় অচলাবস্থা দেখা দেয় মূলত সব নিষেধাজ্ঞা তুলে নেয়ার তেহরানের দাবি মেনে নিতে এবং আবারও চুক্তি থেকে বের না হওয়ার গ্যারন্টি দিতে মার্কিন সরকারের ব্যর্থতার কারণে ।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।