আস্থা ভোটে হেরে গেলেন ইরানের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী
(last modified Sun, 30 Apr 2023 11:49:32 GMT )
এপ্রিল ৩০, ২০২৩ ১৭:৪৯ Asia/Dhaka
  • ফাতেমি আমিন
    ফাতেমি আমিন

ইসলামি প্রজাতন্ত্র ইরানের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রী সাইয়্যেদ রেজা ফাতেমি আমিন আজ (রোববার) সংসদে আস্থা ভোটে হেরে গেছেন। মন্ত্রীর বিপক্ষে ১৬২ এবং পক্ষে ১০২ ভোট পড়েছে।

এর ফলে আজ থেকেই তিনি আর দেশের মন্ত্রী হিসেবে গণ্য হবেন না।

ইরানের আইন অনুযায়ী, কোনো মন্ত্রীর কর্মকাণ্ড সন্তোষজনক না হলে সেই মন্ত্রীকে বহিষ্কার করতে পারে সংসদ। তবে এ জন্য বেশিরভাগ সংসদ সদস্যের সমর্থন প্রয়োজন হয়। প্রেসিডেন্ট কোনো মন্ত্রীকে নিয়োগ দেওয়ার পর ঐ মন্ত্রীকে সংসদের আস্থা অর্জন করতে হয়। প্রত্যেক মন্ত্রীর জন্য সংসদের অনুমোদন বাধ্যতামূলক।

আজ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি নিজে সংসদে গিয়ে তার মন্ত্রীর পক্ষে বক্তব্য রাখেন, কিন্তু এরপরও সংসদ সদস্যরা শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রীর বিপক্ষেই ভোট দেন। রায়িসি তার ভাষণে বলেছেন, মন্ত্রীর বিরুদ্ধে আস্থা ভোটের আয়োজন সরকার ও সংসদের মধ্যে বিরোধের লক্ষণ নয়। এটাকে তিনি স্বাভাবিক সাংবিধানিক প্রক্রিয়া হিসেবে উল্লেখ করেন।

বিশেষজ্ঞরা বলছেন, এটি ইরানের ইসলাম ভিত্তিক গণতন্ত্রের সৌন্দর্য এবং ইরান যে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সিদ্ধান্তকে গুরুত্ব দেয় তার প্রমাণ।#   

পার্সটুডে/এসএ/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ