জুন ০২, ২০২৩ ১৭:০৯ Asia/Dhaka
  • আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি
    আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি

তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন: শত্রুদের সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেওয়ার গুরুত্বপূর্ণ দুটি হাতিয়ার হলো তাকওয়া এবং  প্রতিরোধ।

সত্যের ওপর অটল থেকে আল্লাহর পথে লড়তে থাকলে শত্রুরা আত্মসমর্পনের হাত উপরে তুলতে বাধ্য। জুমার খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আরও বলেন: বিপ্লব বিজয়ের ৪৪ বছর পার হয়েছে। এই ৪৪ বছরে আমাদের সাফল্যের রহস্য হলো ৮ বছরের প্রতিরোধ। শত্রুরা ওই ৮ বছরে পরাজয় বরণ করেছে বলে তিনি উল্লেখ করেন।   

আয়াতুল্লাহ খাতামি ইরানের কূটনৈতিক তৎপরতার ব্যাপারে সর্বোচ্চ নেতার দিক-নির্দেশনার কথা উল্লেখ করেন। তিনি বলেন: সাম্প্রতিক মাসগুলোতে কূটনৈতিক যে তৎপরতা দেখা গেছে তা প্রশংসাযোগ্য।

বিশিষ্ট এই আলেম ইরানের প্রতিষ্ঠাতা ও বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ) এর  মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করে বলেন: তাঁর অবদান এবং তার জীবনের ফল হলো আজকের ইসলামী সরকার ব্যবস্থা। ইমাম খোমেনী (রহ.) জনগণের প্রতি বিশ্বাস স্থাপন করেছিলেন এবং এই জনগণই দুর্নীতিগ্রস্ত সরকারের পরিবর্তে ইসলামী সরকার ব্যবস্থা কায়েম করেছিল।

আয়াতুল্লাহ খাতামি আরো বলেন: ইরানের সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীও ইমাম খোমেনী (রহ.)-এর পথ অনুসরণ করে তাঁর প্রজ্ঞা ও দিকনির্দেশনা দিয়ে শত্রুদের সকল চক্রান্ত নস্যাৎ করে দিয়েছেন। প্রসঙ্গক্রমে জনাব খাতামি ১৫ খোরদদের ঐতিহাসিক অভ্যুত্থানের কথাও স্মরণ করেন।#

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ