‘ব্রিক্সভুক্ত দেশগুলার সঙ্গে ৩,০০০ কোটি ডলারের বাণিজ্য রয়েছে’
https://parstoday.ir/bn/news/iran-i123928-ব্রিক্সভুক্ত_দেশগুলার_সঙ্গে_৩_০০০_কোটি_ডলারের_বাণিজ্য_রয়েছে’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিক্সের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে ইরানের লক্ষ্য-উদ্দেশ্যের মিল রয়েছে। তিনি আরো বলেছেন, সমমনা অন্যান্য দেশের সঙ্গে ইরান এই সংস্থার ‘নির্ভরযোগ্য অংশীদার’ হতে পারে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০৩, ২০২৩ ০৮:৫৪ Asia/Dhaka
  • ব্রিক্সে যোগ দিতে আগ্রহী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
    ব্রিক্সে যোগ দিতে আগ্রহী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, উদীয়মান অর্থনীতির দেশগুলোর সংস্থা ব্রিক্সের লক্ষ্য-উদ্দেশ্যের সঙ্গে ইরানের লক্ষ্য-উদ্দেশ্যের মিল রয়েছে। তিনি আরো বলেছেন, সমমনা অন্যান্য দেশের সঙ্গে ইরান এই সংস্থার ‘নির্ভরযোগ্য অংশীদার’ হতে পারে।

ইরানের শীর্ষ কূটনীতিক শুক্রবার দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরে ব্রিক্সে যোগ দিতে আগ্রহী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে একথা বলেন। শুক্রবার ওই শহরে ব্রিক্সের পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলন হয় এবং এ সময় সেখানে উপস্থিত ছিলেন এই সংস্থায় যোগ দিতে আগ্রাহী দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।

ইরানের পররাষ্ট্রমর্ন্ত্রীবলেন, আন্তর্জাতিক সংস্থায় সক্রিয় অংশগ্রহণের সমৃদ্ধ অভিজ্ঞতা, প্রচুর জ্বালানি সম্পদের মজুদ, স্বল্প ও সাশ্রয়ী পরিবহন ও ট্রানজিট নেটওয়ার্ক, শিক্ষিত ও দক্ষ মানব কর্মী, অসাধারণ বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অর্জন এবং সর্বোপরি একটি ন্যায়সঙ্গত বিশ্ব ব্যবস্থা গঠনে আন্তরিক হওয়ার কারণে ইরান এক্ষেত্রে প্রভাবশালী অবদান রাখতে পারে।

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, ব্রিক্সের সঙ্গে ইরানের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রগুলো চিহ্নিত করতে তেহরানে নিযুক্ত ব্রিক্সভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে শিগগিরই একটি সম্মেলনের আয়োজন করা হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ব্রিক্সভুক্ত দেশগুলোর সঙ্গে ইরানের অর্থনৈতিক সম্পর্ক সন্তোষজক পর্যায়ে রয়েছে এবং এসব দেশের সঙ্গে ইরানের ৩,০০০ কোটি ডলারের বাণিজ্য রয়েছে। তিনি বলেন, সাংহাই সহযোগিতা সংস্থার গঠনকাঠামোর আওতায় ব্রিক্সভুক্ত দেশ রাশিয়া, চীন ও ভারতের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে চায় ইরান।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩