প্রতিরক্ষামন্ত্রী আশতিয়ানির মন্তব্য
সামরিক বাহিনীর জন্য যত ধরনের অস্ত্র প্রয়োজন সবই উৎপাদন করতে পারে ইরান
-
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ রেজা আশতিয়ানি বলেছেন, তার দেশের সামরিক বাহিনীর জন্য যত ধরনের অস্ত্র প্রয়োজন, ইরান তার সবই তৈরি করতে পারে।
তিনি বলেন, "সীমান্ত হুমকি মোকাবেলা করার জন্য আমাদের সশস্ত্র বাহিনী উন্নত অস্ত্রশস্ত্রে সজ্জিত।”
আফগান সীমান্তের সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে এক প্রশ্নের জবাবে ফার্স নিউজকে জেনারেল আশতিয়ানি একথা বলেন। গত মাসের শেষ দিকে আফগানিস্তানের তালেবান গোষ্ঠী বিনা উসকানিতে সীমান্তে ইরানি রক্ষীদের ওপর হামলা চালালে দুই সেনা শহীদ হন।
জেনারেল আশতিয়ানি প্রতিবেশীদের সঙ্গে ইরানের দীর্ঘ সীমান্তের কথা উল্লেখ করে বলেন, সেখানে নিরাপত্তা জোরদারের প্রয়োজন রয়েছে। তিনি বলেন, দেশের সেনারা শক্তিমত্তার সঙ্গে সীমান্ত রক্ষা করছেন এবং সীমান্তে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে লড়াই করতে প্রয়োজনীয় অস্ত্র সরবরাহ করতে সক্ষম প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এদিকে, ইরানের সশস্ত্র বাহিনীর আকাশ প্রতিরক্ষা বিভাগের প্রধান জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, তার দেশ বভার-৩৭৩ এর নতুন সংস্করণ তৈরি করবে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য। তিনি বলেন, খুব শিগগিরই এ ব্যাপারে ভালো খবর দেয়া যাবে। এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রথম সংস্করণের চেয়েও উন্নত হবে বলে জানান সাবাহি ফার্দ।#
পার্সটুডে/এসআইবি/৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।