'পবিত্র কুরআন অবমাননার উসকানিদাতা ইহুদিবাদী লবি'
(last modified Fri, 30 Jun 2023 12:24:06 GMT )
জুন ৩০, ২০২৩ ১৮:২৪ Asia/Dhaka
  • 'পবিত্র কুরআন অবমাননার উসকানিদাতা ইহুদিবাদী লবি'

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মোহাম্মাদ জাওয়াদ হাজ আলী আকবারি বলেছেন, ইহুদিবাদীদের উসকানিতে পবিত্র কুরআন অবমাননা করা হচ্ছে।

পবিত্র ঈদুল আজহার দিন সুইডেনে পুলিশের অনুমতি নিয়ে পবিত্র কুরআন পুড়িয়েছে এক ব্যক্তি। এরপর থেকেই গোটা বিশ্বে এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে।

তিনি আরও বলেছেন, সুইডেন সরকার হজ্ব ও ঈদুল আজহার সময় কুরআন অবমাননার অনুমতি দিয়ে বিশ্বের দুইশ' কোটি মুসলমানের হৃদয়ে আঘাত করেছে। তারা বেহায়ার মতো মুসলমানদের চিন্তা-বিশ্বাসকে অবমাননা করেছে। 

তেহরানের জুমার নামাজের খতিব আরও বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় কৌতুক হচ্ছে পশ্চিমারা এখন স্বাধীনতার শ্লোগানকে সামনে এনে এসব অন্যায় কাজ করছে। তারা স্বাধীনতার কথা বললেও এই পৃথিবীরই দুইশ' কোটি মানুষের চিন্তা-বিশ্বাস ও স্বাধীনতাকে অনায়াসে আঘাত করে যাচ্ছে।

তিনি বলেন, আসলে সুইডেন সরকার মূল সিদ্ধান্ত গ্রহণকারী নয়, তাদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নেই। এসবের মূলে রয়েছে ইহুদিবাদীরা। ইহুদিবাদী লবির উসকানিতে এসব অপতৎপরতা চলছে। 

হুজ্জাতুল ইসলাম হাজ আলী আকবারি আশা প্রকাশ করে বলেন, ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি এবং মুসলিম সরকারগুলো আইনের ভিত্তিতে সুইডেন সরকারের বিরুদ্ধে এমন সাহসী পদক্ষেপ নেবে যাতে দেশটির সরকার অনুশোচনা করতে বাধ্য হয়।

তিনি বলেন, পশ্চিমা দেশগুলোর সরকারের অন্যায় ও ঘৃণ্য আচরণের কারণে পবিত্র কুরআনের কোনো ক্ষতি তো হবেই বরং কুরআনের আলো সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং ইসলাম বিরোধীদের মধ্যে দিন দিন হতাশা বাড়ছে।

পার্সটুডে/এসএ/ ৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ