ইরানের জাহেদানের থানায় হামলাকারী ৪ সন্ত্রাসীই নিহত
https://parstoday.ir/bn/news/iran-i125290-ইরানের_জাহেদানের_থানায়_হামলাকারী_৪_সন্ত্রাসীই_নিহত
ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ (শনিবার) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর জাহেদানের একটি থানায় সন্ত্রাসীদের হামলায় দুই জন শহীদ হয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ০৮, ২০২৩ ১৭:০৭ Asia/Dhaka
  • ইরানের জাহেদানের থানায় হামলাকারী ৪ সন্ত্রাসীই নিহত

ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে আজ (শনিবার) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সিস্তান ও বেলুচিস্তান প্রদেশের কেন্দ্রীয় শহর জাহেদানের একটি থানায় সন্ত্রাসীদের হামলায় দুই জন শহীদ হয়েছেন।

এ সময় পুলিশ সদস্যদের পাল্টা হামলায় চার সন্ত্রাসীর সবাই নিহত হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে অন্তত একজন পুলিশ সদস্য বলে জানা গেছে।

বার্তা সংস্থা 'ইরানপ্রেস' জানিয়েছে, আজ ভোরে জাহেদানের একটি থানায় একযোগে হামলা চালায় চার অস্ত্রধারী সন্ত্রাসী। তারা থানার ভেতরে ঢোকার চেষ্টা চালায়। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা পাল্টা আক্রমণ চালায়। এতে চার অস্ত্রধারী সন্ত্রাসীর সবাই প্রাণ হারায়।

থানার প্রবেশপথে সন্ত্রাসীদের ঠেকানো সম্ভব না হলে আরও প্রাণহানি ঘটত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।#

পার্সটুডে/এসএ/৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।