উসকানিমূলক তৎপরতা থেকে বিরত থাকতে আমেরিকাকে হুঁশিয়ার করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i125670-উসকানিমূলক_তৎপরতা_থেকে_বিরত_থাকতে_আমেরিকাকে_হুঁশিয়ার_করল_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকাকে হুঁশিয়ার করে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশেষ করে ইরানের সীমানার কাছে উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
জুলাই ১৮, ২০২৩ ১২:১০ Asia/Dhaka
  • কানয়ানি
    কানয়ানি

ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকাকে হুঁশিয়ার করে পারস্য উপসাগরীয় অঞ্চলে বিশেষ করে ইরানের সীমানার কাছে উস্কানিমূলক তৎপরতা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

তেহরান বলেছে, এই ধরনের তৎপরতা অব্যাহত থাকলে ইরান তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেয়ার অধিকার রাখে।গতকাল (সোমবার) সাপ্তাহিক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি এসব কথা বলেন।

 তিনি বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের বিষয়ে আমেরিকার ভূমিকা কখনোই শান্তিপূর্ণ এবং গঠনমূলক ছিল না।আমেরিকার সমস্ত তৎপরতা যা মধ্যপ্রাচ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে তার প্রতি গভীরভাবে এবং স্পর্শকাতরতার সাথে নজর রাখছে। যেকোন রকমের অবৈধ তৎপরতার বিষয়ে বিশেষ করে ইরান সীমান্তের কাছে আমেরিকার যেকোন তৎপরতার ব্যাপারে তেহরান বিশেষভাবে সতর্ক রয়েছে।

নাসের কানয়ানি জোর দিয়ে বলেন, আমেরিকা যদি কোনো ধরনের নেতিবাচক ও উস্কানিমূলক তৎপরতা চালায় তাহলে পাল্টা জবাব দেয়ার অধিকার প্রয়োগ করতে তেহরান মোটেই দ্বিধা করবে না।#

পার্সটুডে/এসআইবি/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।