আন্তর্জাতিক আদালতে সুলাইমানি হত্যার বিচারের চেষ্টা থেকে সরবে না ইরান
(last modified Thu, 20 Jul 2023 03:57:50 GMT )
জুলাই ২০, ২০২৩ ০৯:৫৭ Asia/Dhaka
  • আন্তর্জাতিক আদালতে সুলাইমানি হত্যার বিচারের চেষ্টা থেকে সরবে না ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আইন ও বিচার বিষয়ক ভাইস প্রেসিডেন্ট অঙ্গিকার ব্যক্ত করে বলেছেন, সন্ত্রাসবাদ বিরোধী লড়াইয়ের শীর্ষ সামরিক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলাইমানি হত্যাকাণ্ডের বিচার আন্তর্জাতিক আদালতে সম্পন্ন করার বিষয়টি ইরান কখনো পরিত্যাগ করবে না।

তিনি বলেন, “ইরান এই কাপুরুষোচিত ও বেআইনি হত্যাকাণ্ডের বিচার করতে বিশেষভাবে আন্তর্জাতিক অঙ্গনে এই বিচার সম্পন্ন করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা বিশ্বাস করি, যে সমস্ত আদালত এই হত্যাকাণ্ডের নিন্দা করতে ব্যর্থ হয়েছে তারা নৈতিক ও পেশাদারিত্বের যোগ্যতা হারাবে।”

গতকাল (বুধবার) রাজধানী তেহরানে ইরাকের একদল আইনজীবী ও শিক্ষাবিদের সঙ্গে আলাপকালে ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ দেহকান এসব কথা বলেন।

জেনারেল সুলাইমানি হত্যাকান্ডের বিচারের জন্য ইরাকের সরকার ও চার বিভাগ যে চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে তার প্রশংসা করে ইরানের এ ভাইস প্রেসিডেন্ট বলেন, বাগদাদের এই প্রচেষ্টা দুই দেশের জন্য ফল বয়ে আনবে।

তিনি বলেন, ইরাক এবং ইরানের আইনজীবীরা আমেরিকার এই ঘৃণ্য কর্মকান্ডসহ দক্ষিণ এশিয়ায় বিশেষ করে ইরাক ও আফগানিস্তানে মার্কিন যুদ্ধাপদের বিচার করার জন্য প্রতিশ্রদ্ধবদ্ধ রয়েছেন। ইহুদিবাদী ইসরাইলের বর্বর ও বর্ণবাদী অপরাধের প্রতি আমেরিকা যে অব্যাহতভাবে অকুণ্ঠ সমর্থন দিয়ে আসছে তারও বিচার করা হবে।#

পার্সটুডে/এসআইবি/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।