দেশের আকাশ সীমার নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে: জেনারেল বাকেরি
https://parstoday.ir/bn/news/iran-i125942-দেশের_আকাশ_সীমার_নিরাপত্তা_অত্যন্ত_উচ্চ_পর্যায়ে_রয়েছে_জেনারেল_বাকেরি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন: দেশের আকাশ সীমার নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল বাকেরি বিমান বাহিনীর মহড়ার অবকাশে এ কথা বলেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুলাই ২৪, ২০২৩ ১৬:৪২ Asia/Dhaka
  • মেজর জেনারেল বাকেরি
    মেজর জেনারেল বাকেরি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন: দেশের আকাশ সীমার নিরাপত্তা অত্যন্ত উচ্চ পর্যায়ে রয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল বাকেরি বিমান বাহিনীর মহড়ার অবকাশে এ কথা বলেন।

বিমান বাহিনীর ১১তম মহড়া গতকাল (রবিবার) ২৩ জুলাই 'ইয়া হোসাইন' কোড ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়। ইসফাহানের আনারক এলাকায়, সেনাবাহিনীর বিমান ইউনিটের ঘাঁটিগুলির অংশগ্রহণে ওই মহড়া চলে।

বার্তা সংস্থা ইরনা আরও জানায় জেনারেল বাকেরি বলেন: বিমান মহড়াটি তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন: এই মহড়ায়, বিভিন্ন ধরনের ড্রোন, যুদ্ধবিমান, পরিবহণ বিমান, সহযোগী বিমান, তেল পরিবাহী বিমান, অ্যাম্বুলেন্স বিমানসহ আরও বহু শ্রেণীর বিমান সাফল্যের সঙ্গে তাদের মহড়া চালিয়েছে। তিনি বলেন: ওই মহড়ায় বিমানগুলো সব ধরণের কৌশল অনুশীলন করেছে যথাযথভাবে।

সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন: বিমান বাহিনী তাদের নিজস্ব শক্তি ও সামর্থ দিয়ে উন্নত মানসম্পন্ন প্রশিক্ষণ এবং চমৎকার দক্ষতার ওপর নির্ভর করে মহড়াটি চালিয়েছে।  তাদের জেহাদি উদ্যম দেশের উত্তর থেকে হরমুজ প্রণালী পর্যন্ত আকাশ সীমার উপযুক্ত এবং গ্রহণযোগ্য নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম বলে তিনি মন্তব্য করেন। সেইসঙ্গে তারা তিনটি দ্বীপ- তোম্বে বোযোর্গ, তোম্বে কুচাক এবং আবু মূসা'র আকাশসীমায় নিরাপত্তা নিশ্চিত করেছে। ইরানের বিমান বাহিনীর এই সক্ষমতা ও প্রস্তুতির ফলে কোনো শত্রুর পক্ষেই ইরানের আকাশসীমা লঙ্ঘন করে অনুপ্রবেশ করা সম্ভব নয় বলে তিনি দৃঢ়তার সঙ্গে উচ্চারণ করেন।#

পার্সটুডে/এনএম/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।